rape

Defense Against Rape: ‘ধর্ষণ’ রুখতে হাঁসুয়ার কোপ

Advertisement

বাপি মজুমদার 

রতুয়া শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ০৬:৫৩
Share:

ফাইল ছবি

বাড়িতে একা পেয়ে এক পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। নিজেকে বাঁচাতে ধস্তাধস্তির সময় মহিলার হাঁসুয়ার কোপে জখম হয়েছে ওই যুবক। মালদহের রতুয়ার গোরক্ষা এলাকায় রবিবার রাতের ঘটনা। যুবককে আশঙ্কাজনক অবস্থায় রাতেই মালদহে মেডিক্যালে ভর্তি করা হয়। সোমবার মহিলার অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। মহিলাকে এ দিন চাঁচল মহকুমা আদালতে পাঠানো হয়। সেখানে মহিলার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

Advertisement

রতুয়ার আইসি সুবীর কর্মকার বলেন, “ওই যুবক খারাপ উদ্দেশ্য নিয়ে মহিলার বাড়িতে ঢুকেছিল। সুস্থ হলেই তাকে গ্রেফতার করা হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার স্বামী মুম্বইয়ে পরিযায়ী শ্রমিক। তাঁর ছেলেও ভিন্ রাজ্যে থাকেন। বাড়িতে পুত্রবধূ ও এক মেয়েকে নিয়ে থাকেন ওই মহিলা। অদূরেই বাড়ি অভিযুক্ত যুবকের। বিবাহিত হলেও কিছু দিন ধরেই মহিলাকে সে উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ। নানা ভাবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার জন্য মহিলাকে প্রলোভন দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। মহিলা রাজি না হওয়ায় রবিবার একা পেয়ে মহিলার বাড়িতে ঢোকে ওই যুবক।

Advertisement

চাঁচল আদালতের বাইরে এ দিন ওই মহিলা বলেন, “আমি বাধা দিলে ধাক্কা মেরে ফেলে দেয়। খাটের পাশে পড়ে যেতেই হাতের সামনে হাঁসুয়া পেয়ে নিজেকে বাঁচাতে তা চালিয়ে দিই।”

অভিযুক্তের এক আত্মীয়ের অবশ্য দাবি, মহিলার স্বামী অভিযুক্তের বাড়ির গাছ কেটেছিলেন। সে কথা বলতে বাড়িতে যেতেই মহিলা তাকে হাঁসুয়ার কোপ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement