কেষ্ট মামলার রায় ২১শে

তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে হুমকি দেওয়ার মামলার চূড়ান্ত শুনানি শেষ হল। রায় ২১ ডিসেম্বর। বৃহস্পতিবার সিউড়ির সিজেএম নিরুপম করের এজলাসে দু’পক্ষের আইনজীবীর লিখিত বক্তব্য জমা পড়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ০৩:৪২
Share:

তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে হুমকি দেওয়ার মামলার চূড়ান্ত শুনানি শেষ হল। রায় ২১ ডিসেম্বর। বৃহস্পতিবার সিউড়ির সিজেএম নিরুপম করের এজলাসে দু’পক্ষের আইনজীবীর লিখিত বক্তব্য জমা পড়েছে। অনুব্রতর আইনজীবী মৃদুল হকের বক্তব্য, ‘‘সাক্ষ্যদানকারী পাঁচ পুলিশকর্মীর কেউ-ই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বক্তব্যের জেরে এলাকায় কোনও অপরাধের ঘটনা ঘটেছে, এমন প্রমাণও পুলিশ দেয়নি। সব চেয়ে বড় কথা যে বক্তব্য নিয়ে এই মামলা, সেই বক্তব্য যে আমার মক্কেলই রেখেছিলেন— তা-ও প্রমাণ করতে পারেনি পুলিশ।’’ ২০১৩ সালে পঞ্চায়েত ভোটের প্রচারে পাড়ুইয়ের সভায় পুলিশের উপরে ‘বোম’ মারা এবং নির্দল প্রার্থীদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement