বেঙ্কাইয়ার নারদ-খোঁচা

উপরাষ্ট্রপতি হওয়ার পর প্রথম কলকাতায় এসে নারদ-খোঁচা দিলেন বেঙ্কাইয়া নায়ডু। তবে সরাসরি নয়, ইঙ্গিত করলেন জনপ্রতিনিধিদের টাকা নেওয়ার দিকে। তাজ বেঙ্গলে শনিবার ক্যালকাটা চেম্বার অফ কর্মাসের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেঙ্কাইয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৭ ০৩:৫৪
Share:

উপরাষ্ট্রপতি হওয়ার পর প্রথম কলকাতায় এসে নারদ-খোঁচা দিলেন বেঙ্কাইয়া নায়ডু। তবে সরাসরি নয়, ইঙ্গিত করলেন জনপ্রতিনিধিদের টাকা নেওয়ার দিকে। তাজ বেঙ্গলে শনিবার ক্যালকাটা চেম্বার অফ কর্মাসের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেঙ্কাইয়া। সেখানে তিনি সংসদে সাংসদদের আচরণ কেমন হওয়া উচিত, তা নিয়ে বলতে গিয়ে বলেন, ‘‘তিনটি সি এখন দাপিয়ে বেড়াচ্ছে। কাস্ট, কমিউনিটি এবং ক্যাশ। টিভিতে দেখি টাকা দেওয়া নেওয়া হচ্ছে। কিন্তু দরকার আসলে চারটি সি— ক্যারেকটার, ক্যালিবার, ক্যাপাসিটি এবং কনডাক্ট।’’ তাৎপর্যপূর্ণ হল, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তখন মঞ্চেই বসে ছিলেন। যিনি নারদ-কেলেঙ্কারিতে অভিযুক্ত। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, টিভিতে টাকা নিতে দেখা সংক্রান্ত উপরাষ্ট্রপতির মন্তব্যে নারদ-কাণ্ডের প্রতি খোঁচা প্রচ্ছন্ন ছিল। ফিরহাদ অবশ্য এ নিয়ে কিছু বলেননি।

Advertisement

বেঙ্কাইয়া এ দিন আরও বলেন, ‘‘সংসদে এক সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভূপেশ গুপ্ত, ইন্দ্রজিৎ গুপ্তদের মতো মানুষ ছিলেন। সেই সংসদে এখন কাগজ ছোড়া হয়। সাংসদদের আচরণ আদর্শ হওয়া উচিত। পরস্পরের মতকে শ্রদ্ধা করা, গুরুত্ব দেওয়া গণতন্ত্রের প্রধান শর্ত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement