On screen siblings duo in Bollywood Cinema

ভাই-বোনের চরিত্রে ছুঁয়েছেন মন, প্রিয়ঙ্কা-রণবীর থেকে আলিয়া-বেদাঙ্গ, ফিরে দেখা সেরা জুটি

প্রিয়ঙ্কা চোপড়া-রণবীর সিংহ থেকে শুরু করে রণদীপ হুডা-ঐশ্বর্যা রাইয়ের জুটি, বিভিন্ন সময়ে ভাই-বোনের সম্পর্ককে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন যাঁরা।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ২০:৫১
Share:
০১ ১১

বাস্তবে ভাই-বোন নন, তবে পর্দায় তাঁদের যুগলবন্দি মন ছুঁয়ে যাওয়ার মতো। প্রিয়ঙ্কা চোপড়া-রণবীর সিংহ থেকে শুরু করে রণদীপ হুডা-ঐশ্বর্যা রাইয়ের জুটি, বিভিন্ন সময়ে ভাই-বোনের সম্পর্ককে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন যাঁরা। এই ভ্রাতৃদ্বিতীয়ায় দেখে নেওয়া যাক সেই সমস্ত আইকনিক জুটি এবং তাঁদের সিনেমাগুলিকে।

০২ ১১

আলিয়া ভট্ট এবং বেদাঙ্গ (জিগরা)- ‘ফুলো কা তারোঁ কা সবকা কেহনা হ্যাঁয়, এক হাজারো মেঁ মেরি বেহনা হ্যাঁয়’, পুরনো এই গানটির ফের উপযুক্ত দৃশ্যায়ন। কথা হচ্ছে পরিচালক ভাসান বালার ‘জিগরা’ ছবিটি নিয়ে। সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবি বক্সঅফিসে সাফল্যের মুখ দেখতে না পারলেও ছবিতে ভাই-বোনের চরিত্রে আলিয়া ভট্ট এবং বেদাঙ্গ রায়নার অভিনয় মন জয় করেছে দর্শকদের। মৃত্যুদণ্ডে দণ্ডিত ভাই অঙ্কুরের জন্য দিদি, সত্যার লড়াইয়ের কাহিনি আপনার মন ছুঁতে বাধ্য।

Advertisement
০৩ ১১

রণবীর সিংহ এবং প্রিয়ঙ্কা চোপড়া (দিল ধড়কনে দো)- উচ্চবিত্ত পরিবার, বিলাসবহুল জীবনযাত্রা। কিন্তু সম্পর্কের ভিত? সেটা কতটা মজবুত? যদিও সেই প্রশ্নের বাইরেও ভাই-বোনের চরিত্রে রণবীর সিংহ এবং প্রিয়ঙ্কা চোপড়ার সমীকরণ মন ছুঁয়ে যাওয়ার মতো।

০৪ ১১

রণদীপ হুডা এবং ঐশ্বর্যা রাই (সর্বজিৎ)- ভাই বন্দি পাকিস্তানের জেলে। বিচারের আশায় পথে বসে দিদি। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘সর্বজিৎ’ ছবির কাহিনি নাড়া দেয় দর্শকদের হৃদয়ে। ছবিতে ভাই-বোনের চরিত্রে রণদীপ হুডা এবং ঐশ্বর্যা রাইয়ের অভিনয় করতালির যোগ্য।

০৫ ১১

সুশান্ত সিংহ রাজপুত এবং অমৃতা পুরি (কাই পো চে)- চেতন ভগতের 'দ্য থ্রি মিসটেকস অফ মাই লাইফ'-এর উপর ভিত্তি করে তৈরি এই ছবিতে সুশান্ত সিংহের অভিনয়ের পাশাপাশি মনে থেকে গিয়েছে ছবিতে ঈশান ভট্ট এবং বিদ্যা ভট্টের অবিচ্ছেদ্য সম্পর্ক।

০৬ ১১

শাহরুখ খান এবং ঐশ্বর্যা রাই (জোশ)- ‘জোশ’ ছবির অন্যতম আকর্ষণই ছিল শাহরুখ খান এবং ঐশ্বর্যা রাইয়ের সমীকরণ। ছবিতে ভাই-বোনের সম্পর্ককে দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন পরিচালক মনসুর খান।

০৭ ১১

হৃতিক রোশন এবং করিশ্মা কাপুর (ফিজা)- দীর্ঘ সময় পর ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ, কিন্তু ভাই তো ততক্ষণে… না, পুরো গল্পটি জানতে গেলে ছবিটিই দেখতে হবে। খালিদ মহম্মদ পরিচালিত ‘ফিজা’ ছবিতে ভাই-বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন হৃতিক রোশন এবং করিশ্মা কাপুর।

০৮ ১১

দরশিল সাফারি এবং জিয়া বস্তানি (বম বম বোলে)- এই ছবিতে ভাই-বোনের মধ্যে ছোটবেলার যে মধুর সম্পর্ক, তা আপনাকে নিজের ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য। ছবিতে ভাই-বোনের চরিত্রে অভিনয় করেছেন দরশিল সাফারি এবং জিয়া বস্তানি।

০৯ ১১

জুহি চাওলা এবং সঞ্জয় সুরি (মাই ব্রাদার নিখিল)- ওনির পরিচালিত ‘মাই ব্রাদার নিখিল’ ছবিতে ভাই-বোনের সম্পর্কের একটি ভিন্ন স্বাদ উপভোগ করেছিলেন দর্শক। অভিনয় করেছিলেন জুহি চাওলা এবং সঞ্জয় সুরি।

১০ ১১

অর্জুন রামপাল এবং দীপিকা পাড়ুকোন (হাউসফুল)- ‘ওম শান্তি ওম’ ছবিতে ঠিক যতটা জনপ্রিয়তা কুড়িয়েছিল দীপিকা পাড়ুকোন এবং অর্জুন রামপালের জুটি, ঠিক ততটাই মনে ধরেছিল তাঁদের ভাই-বোনের সম্পর্কের রসায়ন।

১১ ১১

জুহি চাওলা ও অক্ষয় কুমার (এক রিস্তা)- নায়ক-নায়িকা চরিত্রে অভিনয় করলেও দর্শকদের মনে একটি বিশেষ জায়গায় স্থায়ী হয়ে রয়েছে ‘এক রিশতা’ ছবিতে অক্ষয় কুমার এবং জুহি চাওলার ভাই-বোনের সমীকরণ। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement