প্রতীকী ছবি।
এক জন ‘সুখটান’ দেবেন বলে অন্য জনের কাছে বিড়ি চেয়েছিলেন। বিড়ি তো মেলেইনি, উল্টে ধমক জুটেছে। গালিগালাজও করা হয় তাঁকে। নেশার সামগ্রী না পেয়ে, রাস্তার ধারে পড়ে থাকা ইট দিয়ে থেঁতলে খুন করা হল ওই ব্যক্তিকে!
বৃহস্পতিবার সকালে ঠাকুরপুকুর থানা এলাকার পুস্পশ্রী সিনেমা হলের সামনে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, দু’জনেই ভবঘুরে এবং নেশাগ্রস্ত। মৃতের পরিচয় জানা না গেলেও, তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। অভিযুক্তের নাম প্রশান্ত মণ্ডল ওরফে কালু (২৫)।
সাত সকালে এই খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাই ঠাকুরপুকুর থানায় খবর দেন। তাঁরাই ওই যুবকে আটকে রাখে। ঘটনাস্থল থেকে মৃতের দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: হাসপাতালে টানাপড়েনে যোগীর রাজ্যে মৃত্যু চার দিনের শিশুর