UTUC

বেতন-বোর্ড তৈরির দাবি

সংগঠনের সাধারণ সম্পাদক অশোক ঘোষ জানান, পশ্চিমবঙ্গে নির্দিষ্ট আইন না-থাকায় ওই কর্মীদের মতো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা তাঁদের অধিকার, ন্যূনতম বেতন, সামাজিক সুরক্ষা ছাড়া কাজ করতে বাধ্য হচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ০৪:৫০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ইন্টারনেট নির্ভর গিগ, প্ল্যাটফর্ম কর্মীরা ন্যূনতম বেতনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, এমন অভিযোগ তুলে এবং বেতন-বোর্ড (‘ওয়েজ বোর্ড’) তৈরির দাবি জানিয়ে শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং শ্রম দফতরের বেতন কমিটির চেয়ারম্যান গৌতম দেবের দ্বারস্থ হল শ্রমিক সংগঠন ইউটিইউসি। সংগঠনের সাধারণ সম্পাদক অশোক ঘোষ জানান, পশ্চিমবঙ্গে নির্দিষ্ট আইন না-থাকায় ওই কর্মীদের মতো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা তাঁদের অধিকার, ন্যূনতম বেতন, সামাজিক সুরক্ষা ছাড়া কাজ করতে বাধ্য হচ্ছেন। ফলে, বেতন-বোর্ড তৈরি না-হলে এই পেশার সঙ্গে যুক্ত লক্ষাধিক কর্মী ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতেই থাকবেন। এই সূত্রে তামিলনাড়ুর একটি আইন এবং সে রাজ্যের বেতন-বোর্ডের উদাহরণের কথাও তুলে ধরেছে ইউটিইউসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement