Barasat

Chhatra Parishad: জাল টিকা-কাণ্ডের প্রতিবাদে ছাত্র পরিষদের ডেপুটেশন, বারাসতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

চাঁপাডালি মোড় থেকে রিক্সা চালিয়ে মিছিল করে এসে জেলা শাসকের দফতরের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্র পরিষদ কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বারাসত শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ১৭:২২
Share:

নিজস্ব চিত্র

জাল টিকা-কাণ্ডে জড়িতদের শাস্তি ও জ্বালানির দাম কমানোর দাবিতে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার বারাসত। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় ছাত্র পরিষদ কর্মীদের। অভিযোগ, বিক্ষোভকারীদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ।

Advertisement

জাল টিকা-কাণ্ডে জড়িতদের শাস্তি, জ্বালানির দাম কমানোর দাবিতে মঙ্গলবার দুপুরে জেলা শাসকের দফতরে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি নিয়েছিল ছাত্র পরিষদ। দলের অন্য শাখা সংগঠনের কর্মীরাও তাতে যোগ দেন। দুপুরে চাঁপাডালি মোড় থেকে রিক্সা চালিয়ে মিছিল করে এসে জেলা শাসকের দফতরের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পুলিশ তাঁদের সরে যেতে বললে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ছাত্র পরিষদ কর্মীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে তাঁরা জেলা শাসকের দফতরে ঢোকার চেষ্টা করেন। কয়েক জন কংগ্রেস কর্মী রাস্তায় বসে ও শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন।

এর পর বাধ্য হয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ। ছাত্র পরিষদের কয়েক জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ছাত্র পরিষদের অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে তাদের কয়েক জন কর্মী আহত হয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement