গান-লাইভ করে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রার্থীদের প্রতিবাদ।
সাত বছর ধরে আটকে রয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। আদালতের হস্তক্ষেপে অন্তর্বর্তী মেধা তালিকা বার হওয়ার পরেও সাত মাস কেটে গিয়েছে। কিন্তু নিয়োগ হয়নি। এই অবস্থার প্রতিবাদে লকডাউনের মধ্যে ‘গণ-লাইভ’ কর্মসূচি করে প্রতিবাদ জানাল ‘পশ্চিমবঙ্গ আপার চাকরিপ্রার্থী মঞ্চ’। নিজেদের ফেসবুক টাইমলাইনে প্রতিবাদ সংবলিত ভিডিয়ো পোস্ট করে বুধবার প্রতিবাদ জানিয়েছেন চাকরি-প্রার্থীরা। মঞ্চের তরফে অতনু ঘোষ, সুশান্ত ঘোষ, মাহিউদ্দিন মাহি, আনিসুর রহমানদের বক্তব্য, রাজ্য সরকার ও শিক্ষা দফতর আইনি সমস্যার জট কাটিয়ে গেজেট বিধি মেনে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু করুক, এই দাবিই জানাচ্ছেন তাঁরা।