প্রতীকী ছবি।
গত রবিবার উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা দাবি করেছিলেন, উত্তরপ্রদেশে হিংসা ছড়ানোর অভিযোগে পশ্চিমবঙ্গের মালদহ জেলার ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। মালদহের জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে অবশ্য সে ব্যাপারে কোনও তথ্য মেলেনি। শর্মা অভিযোগ করেছিলেন, ধৃতেরা সিমি-ঘনিষ্ঠ একটি সংগঠনের সঙ্গে যুক্ত। বুধবার সেই সংগঠনের তরফে আনন্দবাজারকে জানানো হয়, এই দাবি ঠিক নয়। নিষিদ্ধ সংগঠন সিমি-র সঙ্গে তাঁদের যোগ নেই।
রবিবার দীনেশ শর্মা দাবি করেছিলেন, ‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া’ নামে একটি সংগঠনের ছয় সদস্যকে ধরা হয়েছে এবং এই সংগঠন সিমি-ঘনিষ্ঠ। সংগঠনের সাধারণ সম্পাদক মিনারুল শেখ এই অভিযোগ অস্বীকার করে জানান, ‘‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার সঙ্গে সিমির সম্পর্ক নেই এবং মালদহের পপুলার ফ্রন্টের কোনও সদস্য উত্তরপ্রদেশে গ্রেফতার হয়নি।’’ তাঁর কথায়, তাঁদের সংগঠন সামাজিক সংগঠন, জনকল্যাণমূলক কাজে নিয়োজিত। আইন-বিরোধী কাজের সঙ্গে তার কোনও যোগ নেই।