বিনা লাইসেন্সে সিম বিক্রির অভিযোগে ধৃত ২

তথ্য প্রমাণ ছাড়া ও বিনা লাইসেন্সে সিম বিক্রির অভিযোগে গ্রেফতার হল দুই ব্যক্তি। শুক্রবার, কল্যাণী থেকে। ধৃতদের নাম তপন কীর্তনিয়া এবং অভিজিত্ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০২:৫৮
Share:

তথ্য প্রমাণ ছাড়া ও বিনা লাইসেন্সে সিম বিক্রির অভিযোগে গ্রেফতার হল দুই ব্যক্তি। শুক্রবার, কল্যাণী থেকে। ধৃতদের নাম তপন কীর্তনিয়া এবং অভিজিত্ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কলকাতার এক মহিলা পুলিশে অভিযোগ করেন, অপরিচিত একটি নম্বর থেকে তাঁর মোবাইলে অশ্লীল ছবি আসছে। পুলিশ টাওয়ার লোকেশন খতিয়ে দেখে, নম্বরটি কল্যাণীর গয়েশপুর এলাকার। সিমটি তোলা হয়েছিল উত্তর দিনাজপুর থেকে বিমলকুমার সিংহের নামে। পুলিশ আরও জানতে পারে, বিমল নামে আদতে কেউ নেই। বৈধ কাগজ ছাড়াই উত্তর দিনাজপুরের একটি মুদিখানা থেকে ভুল নামে জাল সই করে বিক্রি হচ্ছিল সিম। ধৃতদের ২৯ জুন পর্যন্ত পুলিশি হেফাজত হয়েছে। তাদের কাছে মিলেছে জাল রবার স্ট্যাম্পও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement