শনিবার বিকেলে পেট্রাপোল সীমান্ত থেকে প্রায় পাঁচ কেজি সোনার মুদ্রা এবং বাট-সহ দুই আন্তজার্তিক সোনা পাচারকারীকে ধরল অভিবাসন দফতর। পরে তাদের শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়। ওই দফতর সূত্রের খবর, ধৃত জুবের সোফি এবং মোজাম্মেল ফারুক শ্রীনগরের বাসিন্দা। বাজেয়াপ্ত সোনার মূল্য প্রায় দেড় কোটি টাকা। ধৃতেরা কয়েক দিন আগে বাংলাদেশে যায়। অভিবাসন দফতরের কর্তারা তাদের ব্যাগে টেপ দিয়ে জরানো অবস্থায় ওই সোনা উদ্ধার করেন। পেট্রাপোল শুল্ক দফতরের ডেপুটি কমিশনার শ্রীরাম বিষ্ণুই বলেন, ‘‘বাংলাদেশ থেকে আসা তিন যাত্রীকে ধরা হয়। তল্লাশিতে তাদের দু’জনের কাছে ওই সোনা মিলেছে। জেরা চলছে।’’