Clash in Presidency University

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে দুই গোষ্ঠীর সংঘর্ষ! গান থামিয়ে মঞ্চ ছাড়লেন সঙ্গীতশিল্পী পটা

আইসি এবং এসএফআইয়ের মধ্যে অশান্তির একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুধু ভিডিয়ো নয়, বেশ কয়েক জন সমাজমাধ্যমে পোস্ট করেও অনুষ্ঠানে ঝামেলার কথা তুলে ধরেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৩
Share:
Two group of presidency University created chaos in Fest

(বাঁ দিকে) গায়ক অভিজিৎ বর্মণ ওরফে পটা এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ঝামেলায় আইসি ও এসএফআই (ডান দিকে)। —ফাইল চিত্র।

মঞ্চে তখন গান গাইছেন গায়ক অভিজিৎ বর্মণ ওরফে পটা। আচমকাই সেই মঞ্চে উঠে পড়েন এক তরুণী। অভিযোগ, শিল্পীর পাশের মাইকে বলতে শুরু করেন, ছাত্রীদের শ্লীলতাহানি করা হয়েছে অনুষ্ঠানের মাঝে। শুধু তা-ই নয়, উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযুক্তদের আড়াল করার অভিযোগও তোলা হয়। এখানেই শেষ নয়। অভিযোগকারীদের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করেন উদ্যোক্তারা। অভিযোগ পাল্টা-অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। গন্ডগোলের জেরে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান।

Advertisement

শুক্রবার প্রেসিডেন্সিতে মাতৃভাষা দিবসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল আইসি (ইন্ডিপেন্ডেন্ট কনসলিডেশন)। কিন্তু অনুষ্ঠান শুরু হতেই বিশৃঙ্খলার অভিযোগ প্রকাশ্যে আসে। বিশ্ববিদ্যালয়ের বামেদের ছাত্র সংগঠন এসএফআই প্রথমে আইসি-র সদস্যদের বিরুদ্ধে অভব্য ব্যবহার করার অভিযোগ তোলে।

আইসি এবং এসএফআইয়ের মধ্যে অশান্তির একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুধু ভিডিয়ো নয়, বেশ কয়েক জন সমাজমাধ্যমে পোস্ট করেও অনুষ্ঠানে ঝামেলার কথা তুলে ধরেন। তবে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা-অভিযোগে শুক্রবার থেকে শোরগোল পড়ে যায় প্রেসিডেন্সিতে। অভিযোগ, আয়োজকদের মধ্যেকার এক প্রাক্তনী অনুষ্ঠান চলাকালীন দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধাক্কা মারেন। প্রতিবাদ করায় তাঁর সঙ্গে অভব্য ব্যবহার করেন। চুপ থাকেননি প্রাক্তনীরাও। শনিবার প্রাক্তনীদের তরফ থেকেও জোড়াসাঁকো থানায় বর্তমান ছাত্রছাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও খবর।

Advertisement

শুক্রবারের ঘটনায় নাম জড়ায় অহন কর্মকার নামে এক প্রাক্তনীর। তাঁর বিরুদ্ধেই অভব্য আচরণ করার অভিযোগ ওঠে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন অহন। তাঁর কথায়, ‘‘আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’’ অহনের পাল্টা অভিযোগ, ‘‘অনুষ্ঠান চলাকালীন এসএফআই সমর্থিত বর্তমান ছাত্রছাত্রীরা মঞ্চের পিছনে নিয়ে গিয়ে আমায় মারধর শুরু করে। আমার সঙ্গে থাকা অন্যান্য মহিলাদের শারীরিক নির্যাতন করে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’’

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে এসএফআই। সংগঠনের ছাত্রনেতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিতান ইসলাম বলেন, ‘‘আমাদের বিরুদ্ধে যা অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। ওরা আমাদের সবার বিরুদ্ধে অভিযোগ করেছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের নাম উল্লেখ করে আমরা অভিযোগ দায়ের করেছি।’’ সোমবার বৈঠক করে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান বিতান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement