প্রতীকী ছবি।
বিজেপির নবান্ন অভিযানে ভাড়া দেওয়া হয়েছিল দু’টি বাস। শুক্রবার থেকে সে দু’টিকে চলতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ডিএন৪৪ (বনগাঁ-দক্ষিণেশ্বর ) রুটের বাস মালিক সমিতি। সমিতির দাবি, ২০০৯ সালে যখন রুট চালু হয়, তখনই সিদ্ধান্ত হয়েছিল, সরকারি কাজে বা রাজনৈতিক কর্মসূচিতে বাস ভাড়া দিতে হলে সমিতিকে আগে জানাতে হবে। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি। সমিতির সম্পাদক তাপস দাসের কথায়, ‘‘বৃহস্পতিবার বাস না পেয়ে যাত্রীরা সমস্যায় পড়েছিলেন। তাই আপাতত ওই দু’টি বাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’’ মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে বলে জানিয়েছেন জেলা আঞ্চলিক পরিবহণ নিগমের সরকারি সদস্য গোপাল শেঠ।
বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহ সভাপতি দেবদাস মণ্ডলের দাবি, ‘‘দু’টি বাস ১৮ হাজার টাকায় ভাড়া নিয়েছিলাম। শাসকদলের চাপে বাস মালিক সমিতি বাস দু’টি বসিয়ে দিয়েছে।’’ বনগাঁ শহর যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, ‘‘বাস মালিক সমিতির সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই।’’ সমিতিকে জানানো হয়নি বলে মানছেন বাস মালিক নিত্য সাহা। তিনি বলেন, ‘‘পাড়ার ছেলেরা চাপাচাপি করায় ভাড়া দিয়েছিলাম।’’