প্রতীকী ছবি।
একই দিনে শহরে জোড়া মিছিল করে সভা করবে সিপিএমের দুই গণসংগঠন। আগামী ১৫ সেপ্টেম্বর ছাত্র মিছিলের পরে কলেজ স্ট্রিটে সমাবেশ করবে এসএফআই। সেখানে মূল বক্তা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বর্তমানে সিপিএমের পলিটব্যুরো সদস্য বিমান বসু। সেই দিনই বাম যুব সংগঠনগুলির মিছিল শেষে সমাবেশ হবে ধর্মতলায়। রাজ্যে দু’কোটি বেকারের কর্মসংস্থানের দাবি ও রাজ্য সরকারের ৮৮ লক্ষ চাকরির দাবির প্রতিবাদে এবং গণতন্ত্র রক্ষার ডাক দিয়ে ওই সমাবেশে মূল বক্তা সিপিএমের আর এক পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। তার আগে ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে ৫ ও ৬ সেপ্টেম্বর সব জেলা সদরে অবস্থান হবে। ‘হোয়্যার ইজ মাই জব’— এই প্রশ্ন তুলে জেলায় জেলায় অবস্থানে বসবেন সিপিএমের যুব কর্মীরা।