—ফাইল চিত্র।
বাংলায় দ্রুত হারে বাড়ছে করোনা সংক্রমণ। কয়েক দিনের ব্যবধানে অনেকটাই বেড়েছে আক্রান্তের সংখ্যা। এ বার আর আহমেদ ডেন্টাল কলেজে করোনা থাবা বসাল কোভিড। ওই কলেজের অধ্যক্ষ-সহ ১১ জন শিক্ষক করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই হস্টেলের আবাসিক।
বৃহস্পতিবার রাজ্যে দু’হাজার ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবারের তুলনায় যা অনেকটাই বেশি। আবার করোনার নতুন রূপ ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও ক্রমশ বাড়ছে। শহর কলকাতার জন্য সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এ বার একই কলেজের একসঙ্গে ১২ জন আক্রান্তের খোঁজ মিলল। আক্রান্তরা প্রত্যেকেই এক আবাসিকে থাকতেন। সেই কারণেই একসঙ্গে এত জনের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। তবে তাৎপর্যপূর্ণ হল, তাঁরা সকলে কোভিডের দ্বিতীয় টিকা নেওয়ার পরও আক্রান্ত হয়েছেন।
সম্প্রতি রাজ্যে এই প্রথম কোনও চিকিৎসা কেন্দ্রের এত জন করোনা আক্রান্ত হলেন। ফলে করোনা ফের আরও উদ্বেগের হয়ে উঠতে পারে বলে চিকিৎসক মহলের একটি অংশ মনে করছেন।