প্রার্থী দিতেই ব্যর্থ তৃণমূল

দলেরই দুই গোষ্ঠীর বিবাদের জেরে স্কুল নির্বাচনে প্রার্থী দিতে পারল না তৃণমূল। তার ফলে, পুরুলিয়ার পাড়া ব্লকের দুবড়া হর্ষমল মেমোরিয়াল জুনিয়র হাইস্কুলের পরিচালন সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল সিপিএম-কংগ্রেসের জোট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ০২:৪৫
Share:

দলেরই দুই গোষ্ঠীর বিবাদের জেরে স্কুল নির্বাচনে প্রার্থী দিতে পারল না তৃণমূল। তার ফলে, পুরুলিয়ার পাড়া ব্লকের দুবড়া হর্ষমল মেমোরিয়াল জুনিয়র হাইস্কুলের পরিচালন সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল সিপিএম-কংগ্রেসের জোট।

Advertisement

মঙ্গলবার ছিল ওই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। অভিভাবক প্রতিনিধির তিনটি আসনেই জয়ী হয়েছেন বিরোধীদের জোট সমর্থিত প্রার্থীরা। অথচ পাড়ায় পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে বিধায়ক, সবই তৃণমূলের। এমনকী দুবড়া পঞ্চায়েতও তৃণমূলের।

প্রশ্ন উঠতে শুরু করেছে, তা হলেও কেন প্রার্থী দিতে অক্ষম হল শাসকদল। এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দীপক আচার্য বলছেন, ‘‘ব্লকে যাঁরা সংগঠনের মাথায়, তাঁরা গুরুত্ব দিয়ে দলটা পরিচালনা করলে এই অবস্থা হত না।’’ দলের ব্লক সভাপতি রামলাল মাহাতো অবশ্য গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে চাননি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement