TMC

১০ হাজার পাড়া বৈঠকের কর্মসূচি নিল মহিলা তৃণমূল, ‘চলো পাল্টাই’ স্লোগানে কর্মী সংযোজনের পরিকল্পনা

তৃণমূলের মহিলা সংগঠন স্থানীয় স্তরে সাংগঠনিক লক্ষ্যমাত্রাও বেঁধে দিয়েছে। বলা হয়েছে, প্রতিটি সভায় নতুন পাঁচ থেকে ছ়’জনকে আনতে হবে। যাতে নতুন ৫০-৬০ হাজার নতুন কর্মী সংগঠনে সংযোজিত হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩ ২২:৪৬
Share:

মহিলা তৃণমূলের বৈঠকে বক্তৃতা রাখছেন চন্দ্রিমা ভট্টাচার্য। —নিজস্ব চিত্র।

লোকসভা ভোটের আগে বাংলার পাড়ায় পাড়ায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে প্রচারের লক্ষ্যে বড় কর্মসূচি নিল মহিলা তৃণমূল। শুক্রবার সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল ভবনে বৈঠকের পর জানান, রাজ্যের প্রতিটি অঞ্চলে তিনটি করে বৈঠক হবে। রাজ্যে তিন হাজারের বেশি অঞ্চল রয়েছে। সে দিক থেকে প্রায় ১০ হাজার পাড়া বৈঠক করবে মহিলা তৃণমূল।

Advertisement

পাশাপাশি চন্দ্রিমা জানিয়েছেন, ‘চলো পাল্টাই’ ব্যানারে প্রতিটি অঞ্চলে তিনটি করে মিছিল হবে। লক্ষ্য ‘কেন্দ্রীয় সরকারের নারী বিদ্বেষী’ মনোভাব মানুষের সামনে তুলে ধরা। শুক্রবার চন্দ্রিমার সঙ্গে ছিলেন সাংসদ মালা রায়, অর্পিতা ঘোষ ও বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীও।

তৃণমূলের মহিলা সংগঠন স্থানীয় স্তরে সাংগঠনিক লক্ষ্যমাত্রাও বেঁধে দিয়েছে। বলা হয়েছে, প্রতিটি সভায় নতুন পাঁচ থেকে ছ়’জনকে আনতে হবে। যাতে নতুন ৫০-৬০ হাজার নতুন কর্মী সংগঠনে সংযোজিত হয়। তার আগে ৩৫টি সাংগঠনিক জেলাতেও বৈঠক হবে বলে জানিয়েছেন চন্দ্রিমারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement