অজয় দে। —ফাইল চিত্র।
তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন নদিয়ার শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজয় দে। বৃহস্পতিবার সকালে শ্বাসকষ্ট অনুভব হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি হন তিনি। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। বাড়িতেই নিভৃতবাসে ছিলেন।
নীল বাড়ির লড়াইয়ে শান্তিপুর বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী অজয়। পঞ্চম দফায় গত ১৭ এপ্রিল তাঁর আসনে ভোট হয়। অজয়ের পরিবার সূত্রে জানানো হয়েছে, কয়েক দিন আগে শারীরিক অসুস্থতা অনুভব করায় তিনি র্যাপিড টেস্ট করিয়েছিলেন। পরে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এত দিন বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। বুধবার রাত থেকে তীব্র শ্বাসকষ্ট অনুভব করায় বৃহস্পতিবার সকালে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন-স্যালাইন দেওয়া হয় তাঁকে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।