AITC

Abhishek Banerjee: উত্তরবঙ্গে ফের অভিষেক, সেপ্টেম্বরে ডুয়ার্সে যোগ দেবেন শ্রমিক সংগঠনের .ভায়

আগামী ৯ সেপ্টেম্বর ফের উত্তরবঙ্গের চা বাগানে সভা করতে যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২২ ২০:১২
Share:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাইল চিত্র

ফের উত্তরবঙ্গে অভিষেক! সব ঠিকঠাক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর ফের উত্তরবঙ্গ যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পরদিন ১০ তারিখে এক জনসভায় অংশ নেবেন তিনি। জুলাই মাসেই ধূপগুড়িতে সভা করে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভার রেশ কাটতে না কাটতেই ফের উত্তরবঙ্গমুখী তিনি। সভাস্থল এখনও স্থির না হলেও, তাঁর সভার কর্মসূচি কিন্তু উত্তরবঙ্গের তৃণমূল নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র আয়োজিত ওই সভার প্রধান বক্তা হবেন তিনি। অগস্ট মাসের গোড়াতেই তাঁর ক্যামাক স্ট্রিটের দফতরে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিষেক। ওই বৈঠকেই চা বাগান এলাকায় তৃণমূলের শ্রমিক সংগঠনকে জোরদার করার কথা বলেছিলেন। সঙ্গে জানিয়েছেন, সবক’টি চা বাগানে আইএনটিটিইউসি-র কর্মী সম্মেলন করতে হবে। সবশেষে চা বাগানে একটি বড় সমাবেশ করলে সেখানে বক্তৃতা করতে যাবেন তিনি। সেই প্রতিশ্রুতি মতোই ১০ সেপ্টেম্বর চা বাগানে সভা করতে যাবেন অভিষেক।

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে চা বাগান এলাকার সব আসন জিতেছিল বিজেপি। এমনকি, বিধানসভা ভোটে ভরাডুবিতেও চা বাগানের আসনগুলি জিতেছিল বিজেপিই। তাই আগে থেকে এ বার নিজেদের ঘুঁটি সাজানো শুরু করেছে তৃণমূল। যার ফলে ঘনঘন চা বাগানে যাওয়া শুরু করেছেন অভিষেক। যদিও, অভিষেক এর আগে হলদিয়া শিল্পাঞ্চলে একটি জনসভা করে এসেছেন।

Advertisement

তৃণমূলের একাংশের কথায়, বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি, শিল্পাঞ্চলেও নিজের বার্তা নিয়ে যাচ্ছেন অভিষেক। কারণ একদিকে যেমন রাজ্য রাজনীতি তৃণমূলের কাছে গুরুত্ব পাচ্ছে, তেমনই উপযুক্ত শিল্পের পরিবেশ যে বাংলায় রয়েছে, সেই বার্তাও দিতে চাইছেন ডায়মন্ডবারবারের সাংসদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement