প্রতীকী ছবি।
কাজ থেকে আচমকা বসিয়ে দেওয়ার প্রতিবাদে পরিবহণ দফতরের সামনে বিক্ষোভে নামলেন সিটিসি এবং সিএসটিসি-র বাস চালকদের একাংশ। তাঁদের দাবি, করোনা-কালে তাঁরা সরকারি পরিবহণ সচল রেখেছিলেন। কাজে যোগ দিতে আসার পরে বুধবার তাঁদের হঠাৎই সই করতে বারণ করা হয়। বিক্ষোভকারীরা জানান, তাঁদের নিয়োগ হয়েছিল এজেন্সির মাধ্যমে। কর্তৃপক্ষের কেউ অবশ্য মুখ খুলতে চাননি। পরিবহণ কর্মীদের এই প্রতিবাদের পাশে দাঁড়িয়ে এআইসিসিটিইউ-এর রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্যের অভিযোগ, ছাঁটাই হওয়া ১৪ জন কর্মীকে কাজে ফিরিয়ে নেওয়ার জন্য রাজ্য শ্রম দফতরের ত্রিপাক্ষিক চুক্তিকেও সিটিসি অমান্য করছে। সংগঠনের দাবি, ওই ১৪ জনকে কাজে ফিরিয়ে বকেয়া বেতন দিতে হবে। করোনার সময়ে জীবনের ঝুঁকি নিয়ে যাঁরা পরিবহণকে সচল রেখেছিলেন, তাঁদের ছাঁটাই না করা এবং পরিবহণের শূন্য পদে চুক্তিভিত্তিক, অস্থায়ী ও এজেন্সি কর্মীদের স্থায়ী করার দাবিও তুলেছে এআইসিসিটিইউ।