state News

পরিবহণে কর্মবিরতি স্থগিত

কর্তৃপক্ষ ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল করা এবং অন্যান্য দাবি বিবেচনার প্রতিশ্রুতি দিলে কর্মবিরতি স্থগিত রাখার সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা।  

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২০ ১৩:০৫
Share:

ছবি: সংগৃহীত।

স্কুল-কলেজে পরীক্ষার মরসুমের কথা মাথায় রেখে এবং কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি আপাতত স্থগিত রাখলেন রাজ্যের পরিবহণ শ্রমিকরা। এআইসিসিটিইউ-এর রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্য জানান, ওই পরিবহণ শ্রমিকরা বেশ কিছু দাবিতে গত ২৫ ফেব্রুয়ারি রাজ্যের ডিপোগুলিতে কর্মবিরতি শুরু করেছিলেন। আন্দোলনের জেরে ১১ জনকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। শনিবার আন্দোলনকারীরা কর্তৃপক্ষের দ্বারস্থ হন। কর্তৃপক্ষ ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল করা এবং অন্যান্য দাবি বিবেচনার প্রতিশ্রুতি দিলে কর্মবিরতি স্থগিত রাখার সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement