তৃণমূল বিধায়ক খুনের প্রতিবাদে রেল অবরোধ, যাত্রী ভোগান্তি চরমে

অশোকনগর, কাঁচরাপাড়া, দত্তপুকুর, গোবরডাঙা, বিরাটি, নিউ ব্যারাকপুর, বারাসত, দমদমে রেল অবরোধের জেরে বিঘ্নিত হচ্ছেশিয়ালদহ-বনগাঁ, বারাসত-হাসনাবাদ শাখার ট্রেন চলাচল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৫
Share:

অবরোধের জেরে অনিয়মিত ট্রেন চলাচল। শিয়ালদহ স্টেশনে অপেক্ষায় যাত্রীরা।

নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের প্রতিবাদে শিয়ালদহ শাখায় রেল অবরোধ। অফিস টাইমে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীদের মধ্যে মতুয়া সম্প্রদায়ের মানুষজন যেমন রয়েছেন, তেমনই মূলচক্রীকে গ্রেফতারের দাবি জানিয়ে প্রতিবাদ দেখাচ্ছেন তৃণমূল সমর্থকেরা।

Advertisement

অশোকনগর, কাঁচরাপাড়া, দত্তপুকুর, গোবরডাঙা, বিরাটি, নিউ ব্যারাকপুর, বারাসত, দমদমে রেল অবরোধের জেরে বিঘ্নিত হচ্ছেশিয়ালদহ-বনগাঁ, বারাসত-হাসনাবাদ শাখার ট্রেন চলাচল।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৪টে থেকে এই অবরোধ চলছে। তার জেরে শিয়ালদহ থেকে অনেক ট্রেন যেমন ছাড়তে পারেনি, তেমনই প্রান্তিক ওই স্টেশনে ঢুকতে পারছে না অনেক লোকাল ট্রেন।

Advertisement

আরও পডু়ন: ফের তৃণমূল নেতা খুন! কাঁথির নিখোঁজ নেতার দেহ মিলল রাস্তার ধারে

আরও পড়ুন: কিসের গোষ্ঠীদ্বন্দ্ব? অন্য একটা গোষ্ঠীর নাম বলুন তো! কৃষ্ণগঞ্জে দাঁড়িয়ে চ্যালেঞ্জ অভিষেকের

ট্রেন অবরোধের জেরে শিয়ালদহ-সহ ওই শাখার প্রতিটি স্টেশনে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন। বিকেলের অফিস টাইমে হঠাৎ রেল অবরোধে যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছেন।

রেল লাইনের পাশাপাশি সড়কপথেও অবরোধ চলছে। সড়কপথে এবং রেলপথে এই ভোগান্তির জেরে নাজেহাল হচ্ছেন বহু মানুষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement