Train Service Interrupted

লাইনে যান্ত্রিক গোলযোগ, দেড় ঘণ্টা বন্ধ থাকার পর শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় ট্রেন চালু

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে ঢোকার আগে যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছে। খুব দ্রুত সেই সমস্যা সারিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ ২৩:৪৭
Share:

দমদমে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। —নিজস্ব চিত্র।

ফের যাত্রী ভোগান্তি। পূর্ব রেলের শিয়ালদহ মেন এবং বনগাঁ শাখায় মঙ্গলবার রাত পৌনে ১১টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। কেবলমাত্র মেন শাখার ডাউন লাইনে ট্রেন চলাচল করতে থাকে। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের আগে পয়েন্ট খারাপ থাকায় বনগাঁ শাখার কোনও ট্রেনই ওই স্টেশনে যেতে পারছে না। এর ফলে শিয়ালদহ থেকে ছাড়া রাত ১০টা ৩৪ মিনিট এবং ১১টার আপ বনগাঁ লোকাল দমদম স্টেশনের এক এবং তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে। শিয়ালদহ থেকে ছাড়া এর পরের কোনও ট্রেনই দমদম ঢুকতে পারেনি। যে হেতু দুই এবং চার নম্বর প্ল্যাটফর্ম খালি, তাই মেন শাখার ডাউন ট্রেন ওই দুই লাইন দিয়ে যাতায়াত করতে থাকে।

Advertisement

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে ঢোকার আগে যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছে। খুব দ্রুত সেই সমস্যা সারিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে।”

এই যান্ত্রিক গোলযোগের কারণে রাত সওয়া ১১টার শিয়ালদহ-নৈহাটি লোকাল দমদম স্টেশনে ঢোকার আগে দাঁড়িয়ে পড়ে। এ ছাড়াও শিয়ালদহ থেকে মেন এবং বনগাঁ শাখার শেষ ট্রেন অর্থাৎ ১১টা ৫০ মিনিটের শিয়ালদহ-বনগাঁ এবং শিয়ালদহ-রানাঘাট দাঁড়িয়ে থাকে অনেক ক্ষণ।

Advertisement

অবশেষে রাত ১২টা ২০ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ১০টা ৩৪ মিনিটের আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। সাড়ে ১২টা নাগাদ এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আপ বনগাঁ লোকাল দমদম স্টেশন ছেড়ে যায়। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement