Park Street Fire Incident

পার্ক স্ট্রিটে পার্ক হোটেলের উল্টো দিকের দোকানে আগুন! দমকলের চারটি ইঞ্জিন আনল নিয়ন্ত্রণে

শুক্রবার দুপুরে পার্ক স্ট্রিটে পার্ক হোটেলের উল্টো দিকে একটি দোকানে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা এবং পথচলতি মানুষজন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৩:১৫
Share:
(উপরে) পার্ক স্ট্রিটের ওই দোকানেই আগুন লাগে। দোকানের ভিতর পুড়ে গিয়েছে সমস্ত জিনিসপত্র (নীচে)।

(উপরে) পার্ক স্ট্রিটের ওই দোকানেই আগুন লাগে। দোকানের ভিতর পুড়ে গিয়েছে সমস্ত জিনিসপত্র (নীচে)। —নিজস্ব চিত্র।

ফের অগ্নিকাণ্ড কলকাতায়। শুক্রবার দুপুরে পার্ক স্ট্রিটে পার্ক হোটেলের উল্টো দিকে একটি দোকানে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা এবং পথচলতি মানুষজন। দুপুর ১২টা ৪০ মিনিটে খবর যায় দমকলের কাছে। ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। দুপুর পৌনে ২টো নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে এখনও কাজ চালাচ্ছে দমকল।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে ব্যস্ত পার্ক স্ট্রিটের গুরুত্বপূর্ণ জায়গায় একটি জনপ্রিয় মিষ্টির দোকানে আগুন লাগে। কী ভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছেন দমকল আধিকারিকেরা। তবে এখন দমকলের অগ্রাধিকার আগুন নিয়ন্ত্রণে আনা।

পার্ক স্ট্রিট এমনিতেই কলকাতার জনবহুল এলাকাগুলির মধ্যে অন্যতম। বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, একাধিক রেস্তরাঁ রয়েছে এই চত্বরে। তাই এই অঞ্চলে আগুন লাগায় সতর্ক দমকলও। আগুন যাতে নতুন করে ছড়িয়ে পড়তে না পারে, তা দেখা হচ্ছে।

Advertisement

এর আগেও পার্ক স্ট্রিট এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। গত ১০ এপ্রিল হাই কোর্ট চত্বরে ‘টেম্পল চেম্বার’ নামের এক বহুতল ভবনে আগুন লাগে। ওই বহুতল ভবনে চেম্বার রয়েছে হাই কোর্টের একাধিক আইনজীবীর। ফলে আতঙ্কিত হয়ে পড়েন আইনজীবীদের একাংশ। পরে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement