ট্রেনটি ধাক্কা দেয় বাফারে। ছবি: নিজস্ব চিত্র
তখন সকাল সাতটা। বনগাঁ-রানাঘাট লোকাল ঢুকছে প্ল্যাটফর্মে। আচমকাই এক ব্যক্তি লাফ মেরে উঠে পড়লেন চালকের কেবিনে। মারধর করতে শুরু করলেন তাঁকে। চালক নিয়ন্ত্রণ হারালেন। বাফারে ধাক্কা দিল ট্রেন। আহত হলেন তিনজন। ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়েছে রেল পুলিশ।
আখের আলি মণ্ডল নামে বছর আঠাশের ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে তাঁর পরিবার। বাড়ি মুর্শিদাবাদের রেজিনগর থানার কাশীপুরে। জিআরপি জানিয়েছে, লালগোলা প্যাসেঞ্জারে তিনি বাড়ির লোকের সঙ্গে কলকাতা আসছিলেন। আখেরের স্ত্রী পারিবারিক গন্ডগোলের জেরে মাথায় গুরুতর আঘাত পেয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি।
পরিবারের সদস্যদের বক্তব্য, স্ত্রীকে দেখতেই হাসপাতালে যাচ্ছিলেন ওই যুবক। এমনিতেই তিনি মানসিক ভারসাম্যহীন, তার উপরে স্ত্রী’র অসুস্থতা, সবমিলিয়ে ক্ষিপ্ত হয়ে আচমকা লালগোলা প্যাসেঞ্জার থেকে রানাঘাট স্টেশনে নেমে পড়েন ওই ব্যক্তি। সেই সময় প্ল্যাটফর্মে ঢুকছিল ডাউন বনগাঁ লোকাল। সেখানেই চালকের কেবিনে আচমকা লাফ মেরে উঠে পড়েন ওই ব্যক্তি। মারধরও করেন চালককে।
ভেঙে গিয়েছে ট্রেনের সিটগুলিও। ছবি: নিজস্ব চিত্র।
রেলের তরফে বলা হয়েছে, ট্রেন থামার কয়েক মুহূর্ত আগে ঘটনাটি ঘটে। রবিবার বলেই যাত্রীসংখ্যা কম ছিল, এছাড়াও ট্রেন থামবে বলে যাত্রীরা আসন ছেড়ে উঠে পড়েছিলেন, তাই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। অভিযুক্তের মানসিক অসুস্থতার প্রমাণ চেয়ে চিকিৎসকের শংসাপত্র চেয়েছে রেল।
আরও পড়ুন:
রেস্তরাঁ থেকে বের করে দেওয়া হল হোয়াইট হাউসের প্রেস সচিবকে!