train service disruption

রবিবার কিছু ট্রেন চলবে না হাওড়া শাখায়, বদলাবে কিছু ট্রেনের সময়ও, আগাম জানাল রেল

রেল জানিয়েছে, রেললাইন থেকে শুরু করে পাওয়ার ব্লক, সিগন্যাল, ওভারহেড বৈদ্যুতিকরণ ব্যবস্থা-সহ রেলের পরিকাঠামোগত রক্ষণাবেক্ষণ করতে হয় নিয়মিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৩ ২২:০১
Share:

—প্রতীকী চিত্র।

রবিবার পূর্ব রেলের হাওড়া শাখায় বাতিল থাকবে কিছু ট্রেন। একটি বিবৃতি দিয়ে পূর্ব রেলের তরফে এ ব্যাপারে জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্যই কিছু ট্রেন চলাচল বন্ধ রাখতে হবে রবিবার অর্থাৎ ২৬ নভেম্বর। এর পাশাপাশি কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে রেলের ওই বিবৃতিতে।

Advertisement

রেল জানিয়েছে, রেললাইন থেকে শুরু করে পাওয়ার ব্লক, সিগন্যাল, ওভারহেড বৈদ্যুতিকরণ ব্যবস্থা-সহ রেলের পরিকাঠামোগত রক্ষণাবেক্ষণ করতে হয় নিয়মিত। যাত্রীদের নিরবচ্ছিন্ন পরিষেবা দিতেই এই সমস্ত দিকে খেয়াল রাখতে হয় রেলকে। তার জন্যই এই রক্ষণাবেক্ষণের কাজ। রবিবার তা করা হবে হাওড়া শাখার হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি শাখা, বর্ধমান-হাওড়া, কাটোয়া-ব্যান্ডেল-হাওড়া, হাওড়া-তারকেশ্বর, খানা-গুমানি শাখায়। যার জেরে বাতিল করা হয়েছে আটটি ট্রেন।সময় বদলানো হয়েছে আরও ১০টি ট্রেনের।

রবিবার বাতিল হওয়া ট্রেনগুলি হল—

Advertisement

হাওড়া থেকে: ৩৭৩১৫, ব্যান্ডেল থেকে: ৩৭৫৩৪,৩৭৭৪৯, নৈহাটি থেকে: ৩৭৫৩৩, তারকেশ্বর থেকে: ৩৭৩২৬, কাটোয়া থেকে ৩৭৭৪৮ এবং ০৩০৯৫, আজিমগঞ্জ থেকে: ০৩০৯৬।

যে ট্রেনগুলির সময় পরিবর্তন হয়েছে—

৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল: ৩০ মিনিট

৩২২৩৪ ডানকুনি-শিয়ালদহ লোকাল: ৪৫ মিনিট

১২৩৪৮ রামপুরহাট-হাওড়া এক্সপ্রেস: ৩০ মিনিট

১২৩৩৮ বোলপুর-হাওড়া এক্সপ্রেস: ১৫ মিনিট

০৩০৮৩ কাটোয়া-হাওড়া প্যাসেঞ্জার: ২০ মিনিট

৩১১৫১ শিয়ালদহ-বর্ধমান লোকাল : ২০ মিনিট

১৩০১৬ জামালপুর-হাওড়া এক্সপ্রেস: ২০ মিনিট

৩৭৯১৭ হাওড়া-কাটোয়া লোকাল: ২০ মিনিট

১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস: ১১০ মিনিট

১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস: ৭৫ মিনিট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement