Mamata Banerjee

Trade unions: ‘স্বচ্ছ’ বদলি নীতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি

যিনি টানা অনেক বছর দূরের জেলায় কর্মরত থাকা এবং বদলির আবেদন করেও সাড়া না পাওয়ার কারণে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ ০৮:১০
Share:

ফাইল চিত্র।

রাজ্য সরকারের বদলি নীতিতে ‘স্বচ্ছতা ও মানবিকতা’ দাবি করে এবং স্বজনপোষণ ও দুর্নীতির প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, শিল্পভিত্তিক ফেডারেশন ও ১২ জুলাই কমিটি। সম্প্রতি ‘অন্যায় ভাবে বদলি’র প্রতিবাদ জানাতে গিয়ে বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহননের চেষ্টা করেছিলেন এসএসকে-র পাঁচ জন শিক্ষিকা। তার পরে অবন্তিকা ভট্টাচার্য নামে এক সরকারি চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। যিনি টানা অনেক বছর দূরের জেলায় কর্মরত থাকা এবং বদলির আবেদন করেও সাড়া না পাওয়ার কারণে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। ওই ঘটনাগুলির কথা উল্লেখ করে সিটুর অনাদি সাহু, এআইটিইউসি-র উজ্জ্বল চৌধুরী, আইএনটিইউসি-র কামারুজ্জামান কামারেরা মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে বলেছেন, ‘আমরা আত্মহত্যার পথ সমর্থন করি না। কিন্তু এই ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মনে করি, আপনার হস্তক্ষেপে বিষয়গুলির যথাযথ নিষ্পত্তি হওয়া দরকার’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement