প্রতীকী ছবি।
উত্তরপূর্ব সীমান্ত রেলের তরফে বারবার ট্রেন বন্ধে সমস্যায় যাত্রীরা। পর্যটনের ভরা মরসুমে ভোগান্তির মুখে পর্যটন এজেন্ট এবং ব্যবসায়ীরাও। রেলের দাবি, বিদ্যুদয়নের কাজ চলছে বলেই যাত্রীদের অসুবিধা সত্ত্বেও ট্রেন বাতিল করতে হয়েছে। ১৬ মে পর্যন্ত এমনটা চলবে বলে জানানো হয়েছে।
সূত্রের খবর, হলদিবাড়ি সুপারফাস্ট, উত্তরবঙ্গ এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, কামাক্ষ্যা-রাঁচি, কামাক্ষ্যা-পুরী এক্সপ্রেস ছাড়াও বালুরঘাট-শিলিগুড়ি ডেমু ট্রেন বাতিল করা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা, নয়াদিল্লি-জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেসের সারা সপ্তাহে যাতায়াতের দিন কমানো হয়েছে। ক্যাপিটাল এক্সপ্রেস কাটিহার পর্যন্ত ও কাটিহার থেকেই যাতায়াত করবে।
রেলের দাবি, আলুয়াবাড়ি থেকে এনজেপি পর্যন্ত লাইনের বিদ্যুদয়নের কাজ চলছে ক’মাস ধরে। শীঘ্রই কাজ শেষ হবে। তাই শেষ মুহূর্তে বেশি সময় ধরে ট্রেন বাতিল রাখার প্রয়োজন হয়েছে। উত্তরপূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক প্রণবজ্যোতি শর্মা বলেন, ‘‘১৬ মে-র পরে আর সমস্যা হবে না বলেই মনে করছি।’’