India vs South Africa

ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ বন্ধ ছিল পোকার কারণে, কেন ক্রিকেট মাঠে ঢুকে পড়েছিল পোকা?

সেঞ্চুরিয়ানে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠে যে ফ্লাডলাইট জ্বলছিল, সেগুলিই আকৃষ্ট করেছিল পোকাগুলিকে। যে কারণে হঠাৎ করেই মাঠে ঢুকে পড়ে সেগুলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ২৩:০৪
Share:

পোকার কারণে মাঠ ছাড়ছেন আম্পায়ার। ছবি: রয়টার্স।

সেঞ্চুরিয়ানে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মাঝে বিঘ্ন ঘটায় পোকা। কেন হঠাৎ মাঠে ঢুকে পড়েছিল ওই পোকার বিরাট দল? কারণ অবশ্যই আলো। মাঠে যে ফ্লাডলাইট জ্বলছিল, সেগুলিই আকৃষ্ট করেছিল পোকাগুলিকে। যে কারণে হঠাৎ করেই মাঠে ঢুকে পড়ে সেগুলি।

Advertisement

বুধবার মাঠে যে ঘটনাটি ঘটে তা পোকাদের বিশ্বে খুবই সাধারণ একটি ঘটনা। এই সময়ে উড়ন্ত পিঁপড়ের দল বাসা বাঁধার জন্য নতুন জায়গার খোঁজ করে। যে কারণে পোকাদের ওই দলের রাজা, রানি এবং বাকিরা পার হচ্ছিল ওখান থেকে। যা কিছু ক্ষণের জন্য খেলায় বিঘ্ন ঘটায়। উড়ন্ত পিঁপড়েদের পাখা গজায় নতুন জায়গা খোঁজার জন্য। জায়গা পেয়ে গেলে তারা সেখানে বাসা বাঁধে। পাখা ঝরে যায়। এটাই ওই পোকাদের মিলনের মরসুম।

হার্দিক পাণ্ড্য, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদবেরা বেশ সমস্যায় পড়ে গিয়েছিলেন পোকাদের কারণে। তবে এই উড়ন্ত পিঁপড়েরা সাধারণত মানুষকে আক্রমণ করে না। বরং বেশ কিছু জায়গার মানুষের কাছে এই পিঁপড়ে খাদ‍্য। কারণ এই ধরনের পোকার শরীরে প্রচুর প্রোটিন থাকে।

Advertisement

বুধবার সেঞ্চুরিয়নে ১৮ মিনিট বন্ধ রাখতে হয়েছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। মাঠে ‘ফ্লাইং অ্যান্ট’ জাতীয় পোকার উৎপাত হওয়ায় ম্যাচ চালানো সম্ভব হয়নি। ক্রিকেটারদের নাকে-মুখে ঢুকে যাচ্ছিল সেই পোকা। তবে এটাই প্রথম নয়। অতীতে বার বার বিচিত্র কারণে ক্রিকেট ম্যাচ সাময়িক বা পুরোপুরি বন্ধ রাখার নজির রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement