ফাইল ছবি
রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। পরিস্থিতি পর্যালোচনা করে একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। সোমবার থেকে বন্ধ থাকবে সমস্ত রকম বিনোদন পার্ক, চিড়িয়াখানা ও পর্যটন কেন্দ্র। সরকারের এই নির্দেশ খতিয়ে দেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তীর্থস্থানগুলির কর্তৃপক্ষ
তারাপীঠ মন্দির এখনই বন্ধ হচ্ছে না। তবে সরকারের নির্দেশ মেনে দ্রুত সিদ্ধান্ত নেবে মন্দির কমিটি। এ প্রসঙ্গে মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, ‘‘দূর-দূরান্ত থেকে অনেকেই মন্দিরে তারা মাকে দর্শন করতে এসেছেন। তাঁরা যাতে অসুবিধায় না পড়েন সে দিকে নজর রেখেই দ্রুত সেবায়েত কমিটি বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে।’’
করানো সংক্রমণের কারণে ১ জানুয়ারি কল্পতরু উৎসবে দিন মন্দির বন্ধ রেখে দক্ষিণেশ্বর মন্দির কমিটি। রাজ্য সরকারের নির্দেশ মেনে তারা আপাতত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেবেন বলে সূত্রে জানা গিয়েছে। বেলুড়মঠ ৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে। সরকারি নির্দেশ মেনে এই বন্ধের সময়সীমা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
কোভিড বিধি মানা হচ্ছে কি না তা নজর রাখতে সক্রিয় হয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানিয়েছেন, মাস্ক না পরায় রবিবার জেলা জুড়ে ৩৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ২২ টি ডিজে মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে।