News Of The Day

অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তৃতা, থাকবেন সৌরভও। বারুইপুরে শুভেন্দুর নেতৃত্বে মিছিল। জামিন পাবেন রান্যা? আর কী

মুখ্যমন্ত্রীর সঙ্গে অক্সফোর্ডের অনুষ্ঠানে যোগ দেবেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ০৭:৫৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তৃতা, থাকবেন সৌরভও, ব্রিটেন সফরে মমতার শেষ কর্মসূচি

Advertisement

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের আমন্ত্রণে আজ ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক উন্নয়ন এবং আর্থিক ভাবে অনগ্রসর অংশের উন্নয়নের বিষয়ে বলবেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে অক্সফোর্ডের অনুষ্ঠানে যোগ দেবেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। মঙ্গলবার ব্রিটেনের বাণিজ্য সম্মেলনেও মমতা তাঁর সরকারের সামাজিক প্রকল্পগুলির কথা ছুঁয়ে গিয়েছিলেন। তবে বিস্তারিত কিছু বলেননি। মমতা বলেছিলেন, ‘‘মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাজ্য সরকারের ৯৪টি সামাজিক প্রকল্প রয়েছে। তবে এ বিষয়ে বিশদে আমি অক্সফোর্ডেই বলব।’’ ইতিমধ্যেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য মমতার প্রকল্প ‘কন্যাশ্রী’ রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি পেয়েছে। ‘লক্ষ্মীর ভান্ডার’-এর মতো প্রকল্পকে অনুকরণ করেছে দেশের বিভিন্ন রাজ্যের সরকারও। সে সব প্রসঙ্গই সবিস্তার অক্সফোর্ডে বলবেন মমতা। আজই মমতার এ বারের ব্রিটেন সফরের শেষ কর্মসূচি। সব ঠিকঠাক থাকলে শুক্রবার তিনি লন্ডন থেকে কলকাতার উদ্দেশে রওনা হবেন।

বারুইপুরে বিজেপির মিছিল, নেতৃত্বে শুভেন্দু অধিকারী

Advertisement

আজ ফের বারুইপুরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির জমায়েত। বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন বলে অভিযোগ তুলে স্পিকারের নিজের বিধানসভা কেন্দ্রেই মিছিল করবেন বলে ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। কিন্তু ১৯ মার্চ সেই মিছিল তিনি করতে পারেননি। এলাকায় তৃণমূল পাল্টা জমায়েত করে। সেই জমায়েত থেকে শুভেন্দুর গাড়িতে হামলারও অভিযোগ ওঠে। তাই সে দিন মিছিল না করেই শুভেন্দু-সহ অন‍্য বিজেপি বিধায়কেরা ফিরে এসেছিলেন। পরে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে তিনি বারুইপুরে বিক্ষোভ কর্মসূচির অনুমতি চান। হাই কোর্ট সে অনুমতি দিয়েছে। তাই আজ বারুইপুরের পুলিশ সুপারের দফতরের সামনে জনসভার ডাক দেওয়া হয়েছে। দুপুর ২টো থেকে বিকেল ৫টার মধ্যে পুরো কর্মসূচি শেষ করার নির্দেশ দিয়েছে আদালত।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জামিন পাবেন রান্যা? রায় জানাবে আদালত

সোনাপাচার মামলায় গ্রেফতার কন্নড় অভিনেত্রী রান্যা রাও কি জামিন পাবেন? আজ রায় জানাবে বেঙ্গালুরুর নগর দায়রা আদালত। দুবাই থেকে ফেরার পথে গত ৩ মার্চ প্রায় ১৪ কেজি সোনার বার-সহ ধরা পড়েন তিনি। পরে অভিনেত্রীর বাড়িতে হানা দিয়েও সোনা উদ্ধার করেন তদন্তকারীরা। বর্তমানে তিনি বেঙ্গালুরুর জেলে বন্দি রয়েছেন। আদালতে তদন্তকারীরা দাবি করেছেন, সোনা পাচারের বিষয়ে রান্যার ‘স্বীকারোক্তি’ পেয়েছেন তাঁরা। অভিনেত্রী জেরায় ‘স্বীকার’ করেছেন, হাওয়ালার মাধ্যমে তাঁর কাছে যেত সোনা কেনার টাকা। আজ তিনি জামিনে মুক্তি পান কি না, সে দিকে নজর থাকবে।

আইপিএলে আবার নামছে হায়দরাবাদ, বিপক্ষে লখনউ

আইপিএলে আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে উড়িয়ে দিয়েছিল প্যাট কামিন্সের দল। আজ হায়দরাবাদের সামনে লখনউ সুপার জায়ান্টস। কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েন‌্কার লখনউ প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে। জেতা ম্যাচ হাতছাড়া করেছেন ঋষভ পন্থেরা। আজ তাদের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই। হায়দরাবাদ জিতলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকবে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

নিয়োগ দুর্নীতিতে জামিন চান পার্থ, কী বলবে আদালত

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত শুক্রবার তাঁর আইনজীবী আদালতে জানান, পার্থ গুরুতর অসুস্থ। তিনি অক্সিজেন সাপোর্টে রয়েছেন। তাঁর বিরুদ্ধে সিবিআই যে অভিযোগগুলি এনেছে, তার পাল্টা যুক্তিও দিয়েছিলেন পার্থের আইনজীবী। আদালত জানিয়েছিল, পরবর্তী শুনানির দিন সিবিআইকে এই সংক্রান্ত কেস ডায়েরি জমা দিতে হবে। আদালত কী বলে, সে দিকে নজর থাকবে আজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement