News Of The Day

লন্ডন পৌঁছোবেন মুখ্যমন্ত্রী মমতা। আইপিএলে জোড়া ম্যাচ, নামছেন ধোনি, চেন্নাই বনাম মুম্বই। আর কী কী

রোহিত শর্মারা কি পারবেন ঘরের মাঠে ধোনিদের টেক্কা দিতে? খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। আজ তার আগে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ০৭:৫৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইপিএলে জোড়া ম্যাচ, নামছেন ধোনি, মহারণে চেন্নাইয়ের সামনে মুম্বই

Advertisement

আইপিএলে আজ জোড়া ম্যাচ। আবার মহারণ। নামছেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর চেন্নাই সুপার কিংসকে প্রথম ম্যাচেই খেলতে হবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আইপিএলের অন্যতম বড় ম্যাচ। চেন্নাইয়ে খেলা। রোহিত শর্মারা কি পারবেন ঘরের মাঠে ধোনিদের টেক্কা দিতে? খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। আজ তার আগে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ। এই খেলা শুরু বিকেল সাড়ে ৩টে থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োটস্টার অ্যাপে।

ব্রিটেন সফরে লন্ডন পৌঁছোবেন মুখ্যমন্ত্রী

Advertisement

রবিবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর নাগাদ লন্ডনে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায়। হিথরো বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য মমতার কলকাতা থেকে রওনা হওয়ার সফরসূচি পিছিয়ে গিয়েছিল। শনিবার সকালের বদলে সন্ধ্যার বিমানে কলকাতা ছাড়েন মুখ্যমন্ত্রী। তার পর দুবাই বিমানবন্দরে কয়েক ঘণ্টা অপেক্ষার পর লন্ডনের উদ্দেশে রওনা দেন তিনি। মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের সমস্ত খবরে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

হাওড়ায় এখনও জলের হাহাকার! সঙ্কট মিটবে কবে

ধসের জেরে পাইপলাইন ফেটে হাওড়ার অন্তত ২২টি ওয়ার্ডে ব্যাহত জল সরবরাহ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে হাওড়ায় জলের গাড়ি পাঠাচ্ছে কলকাতা পুরসভা। কোনও কোনও ওয়ার্ডে কোন্নগর এবং উত্তরপাড়া পুরসভার জলের গাড়িও গিয়েছে। কিন্তু তাতেও তেষ্টা মিটছে না হাওড়াবাসীর। সেই সমস্যা কত দিনে মিটবে, তা স্পষ্ট নয় এখনও। প্রশাসনের তরফে দু’দিনের কথা বলা হলেও, তা কত দূর সম্ভব হবে, সন্দিহান বাসিন্দারা।

ইডেনে প্রথম ম্যাচেই হার, কেকেআরের খবর

আইপিএলে প্রথম ম্যাচে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে অজিঙ্ক রাহানের দলের বিরুদ্ধে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলিদের বিরুদ্ধে কেমন হল নাইটদের পারফরম্যান্স? থাকছে এই ম্যাচের সব খবর।

রাজ্যে ঝড়বৃষ্টি চলবে, কমতে পারে তাপমাত্রা

আজ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের সব জেলায়ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরের তিন দিন ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement