News Of The Day

আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। দেশ জুড়ে অনশনে জুনিয়র ডাক্তারেরা। আর কী নজরে দিনভর…

মঙ্গলবার দুপুর ২টো থেকে সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর মামলার পরবর্তী শুনানি। মামলাটি শুনবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ০৭:০৬
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে, দেশ জুড়ে জুনিয়র ডাক্তারদের অনশন

Advertisement

মঙ্গলবার দুপুর ২টো থেকে সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর মামলার পরবর্তী শুনানি। মামলাটি শুনবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ। মঙ্গলবার প্রায় দু'সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে উঠছে আরজি কর-কাণ্ডের মামলা। এখন তদন্ত কোন পর্যায়ে রয়েছে? তদন্তে নতুন কিছু উঠে এল কি না, জুনিয়র ডাক্তারেরা নিয়মমাফিক পরিষেবা দিচ্ছেন কি না— আরজি কর মামলার ষষ্ঠ শুনানিতে এই সব প্রশ্নগুলিই ফের ওঠার সম্ভাবনা রয়েছে।

পুজোর কার্নিভাল: রেড রোডে মমতা, থাকবেন অতিথিরাও

Advertisement

আগামীকাল পুজোর কার্নিভাল । মঙ্গলবার রেড রোডে ১০৬টি পুজো কমিটি তাদের দেবী প্রতিমা নিয়ে কার্নিভালে সামিল হবেন। সেই অনুষ্ঠানে যোগদান করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাড়াও থাকবেন বিভিন্ন দূতাবাসের আধিকারিকরা। কার্নিভাল শেষ হলে সব প্রতিমা নিরজ্ঞন হবে।

দ্রোহের কার্নিভাল: ধর্মতলা থেকে মানববন্ধন জুনিয়র ডাক্তারদের

কলকাতা পুলিশ অনুমতি না দিলেও মঙ্গলবার ‘দ্রোহের কার্নিভাল’ হচ্ছেই। সোমবার এ কথা স্পষ্ট করে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। তাঁরা জানিয়ে দিলেন, ধর্মতলা থেকে তাঁরা মানববন্ধন করবেন। কিন্তু তা কোথায় শেষ হবে, পরে জানিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে জুনিয়র ডাক্তারেরা এ-ও জানালেন যে, রাজ্য সরকার আয়োজিত দুর্গাপুজোর কার্নিভাল ভেস্তে দেওয়ার কোনও অভিপ্রায় তাঁদের নেই।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

জম্মু-কাশ্মীরে মুখ্যমন্ত্রী হিসাবে ওমর আবদুল্লার শপথ-প্রস্তুতি

কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস, সিপিএমের জোট। বুধবার জোটের মুখ্যমন্ত্রী পদে শপথ নেমেন ওমর আবদুল্লা। জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর তিনিই হতে চলেছেন প্রথম মুখ্যমন্ত্রী।

লক্ষ্মীপুজোর আগে বাজারদর কেমন

রাত পোহালেই কোজাগরী লক্ষ্মী পুজো। পুজোর আয়োজন করতে গিয়ে হিমশিম অবস্থা মধ্যবিত্ত বাঙালির। বাঙালির মাথাব্যথা মূলবৃদ্ধি নিয়ে। দেবীকে ফল, মিষ্টি-সহ নৈবদ্য সাজিয়ে দেওয়ার রীতি। কিন্তু ধনদেবীর পুজোর আয়োজন করতে গিয়ে পকেটে টান পড়ছে গেরস্থের। ফল, ফুল, আনাজের পাশাপাশি মূর্তির দাম বেড়েছে। লক্ষ্মী পুজো উপলক্ষে আনাজ বাজারে সব কিছুর দাম দু’দিনের মধ্যেই ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। আজ বাজারদর কেমন থাকে সে দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement