News Of The Day

২৬ হাজার চাকরি বাতিল নিয়ে কিছু বলবে কি শীর্ষ আদালত। সংসদে আজ কী হবে। আর কী নজরে

গত বৃহস্পতিবার এসএসসির ২৬ হাজার জনের চাকরি বাতিল মামলার মামলার শুনানি হওয়ার কথা ছিল। সে দিন শুনানি হয়নি। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ আজ মামলাটি শুনানির জন্য নির্দিষ্ট করেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ০৬:২৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে

Advertisement

আজ এসএসসির ২৬ হাজার জনের চাকরি বাতিল মামলার মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। গত বৃহস্পতিবার ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল। সে দিন শুনানি হয়নি। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ আজ মামলাটি শুনানির জন্য নির্দিষ্ট করেছিল। সেই মতো দুপুর ১২টা নাগাদ মামলাটি শুনতে পারে শীর্ষ আদালত। এর আগে মামলাটি শুনেছিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। বিচারপতি সঞ্জীব খন্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসার পর আজ মামলাটি প্রথম বার শুনতে পারেন। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ২০১৬ সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ওই রায় দেয়। তার ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে। শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশও। হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এমতাবস্থায় আজ বর্তমান প্রধান বিচারপতি খন্নার বেঞ্চ ওই মামলায় কী জানায় সে দিকে নজর থাকবে।

দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক

Advertisement

সোমবার ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রীর সঙ্গে ঢাকায় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মুহাম্মদ জসীম উদ্দিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হয় ভারতীয় বিদেশ সচিবের। বাংলাদেশে সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং তৎপরবর্তী পরিস্থিতি নিয়ে দুই দেশের সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে। সেই আবহে বিদেশ সচিবের সঙ্গে বৈঠক তাৎপর্যপূর্ণ। মিস্রীর ঢাকা সফরের পর বাংলাদেশিদের জন্য ভারতের ভিসার সংখ্যা বৃদ্ধি করা হবে বলে আশা প্রকাশ করছে সে দেশের অন্তর্বর্তী সরকার। সংখ্যালঘু নিপীড়ন নিয়ে মিস্রী উদ্বেগ প্রকাশও করেছেন ঢাকায় গিয়ে। এর পরেই মঙ্গলবার বাংলাদেশ প্রশাসনের তরফে জানানো হয়, গত ৫ অগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তার পরেও কিছু অশান্তির ঘটনা ঘটেছে। পরবর্তীতে এই সংক্রান্ত মামলা এবং গ্রেফতারির সংখ্যা বাড়তে পারে। বুধবার চিন্ময়ের জামিনের মামলা এগিয়ে আনার জন্য চট্টগ্রামের কোর্টে আবেদন করা হয়। কিন্তু ওই আবেদন গ্রাহ্য হয়নি। এর পর ভারত-বাংলাদেশ সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর থাকবে আজ।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

সিরিয়ায় বাশার সরকারের পতন পরবর্তী পরিস্থিতি

সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর থেকে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েল। বেঞ্জামিন নেতানিয়াহুর ইজ়রায়েলি সেনার দাবি, গত ৪৮ ঘণ্টায় সিরিয়ার উপর সাড়ে তিনশোরও বেশি হামলা চালিয়েছে তারা। অন্য দিকে, ইজ়রায়েল, তুরষ্ককে পাল্টা হুমকি দিয়ে রেখেছেন সিরিয়ার বিদ্রোহী নেতা। আজ সিরিয়ার পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নজরে থাকবে।

সংসদের শীতকালীন অধিবেশনে কী হবে

লোকসভা এবং রাজ্যসভায় চলছে শীতকালীন অধিবেশন। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দু’-তিন দিন বিরোধীদের হই হট্টগোলের কারণে অধিবেশন মুলতবি হয়ে যায়। তবে বিগত কয়েক দিন ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে সংসদের দুই কক্ষে। এর মধ্যেই রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। আবার বুধবার অধিবেশনে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডেকে ‘লেডি কিলার’ বলে বিতর্কে জড়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ অধিবেশনে কী হয়, নজর থাকবে সে দিকে।

ঠান্ডা কি আরও বাড়বে, কতটা নামবে পারদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পারদপতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। ঠান্ডায় ইতিমধ্যেই উত্তরের জেলাগুলিকে টেক্কা দিতে শুরু করেছে পশ্চিমের পুরুলিয়া, ঝাড়গ্রাম। সপ্তাহান্তে আরও কিছুটা কমবে তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত হয়ে বিদায় নিয়েছে। ফলে শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তুরে হাওয়া ঢুকতে আর কোনও বাধা নেই। সেই কারণেই পারদ নামতে পারে বেশ খানিকটা। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement