News Of The Day

অতিরিক্ত শূন্যপদ নিয়ে শুনানি সুপ্রিম কোর্টে। নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। কেকেআর-লখনউ। আর কী নজরে

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর নিয়োগের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি সংক্রান্ত মামলার আজ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার এজলাসে নিজেদের বক্তব্য জানাতে পারে রাজ্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ০৭:৫৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাজ্যের অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়ে শুনানি সুপ্রিম কোর্টে

Advertisement

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর নিয়োগের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি সংক্রান্ত মামলার আজ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার এজলাসে নিজেদের বক্তব্য জানাতে পারে রাজ্য। এসএসসিতে নিয়োগের জন্য ছ’হাজারের কাছাকাছি অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল শিক্ষা দফতর। এই মর্মে বিজ্ঞপ্তিও দেওয়া হয়। রাজ্য মন্ত্রিসভাতেও ওই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। তবে হাই কোর্ট জানিয়েছিল,অতিরিক্ত শূন্যপদ গঠনের ওই সিদ্ধান্ত সঠিক ছিল না। সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও জানিয়েছিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। হাই কোর্টের ওই নির্দেশের উপর বর্তমানে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে। আজ এই খবরে নজর থাকবে।

নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক

Advertisement

আজ বিকেলে নবান্নে বসবে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা। নতুন অর্থবর্ষের শুরুতে এই বৈঠক। প্রশাসনিক মহলের ধারণা, বেশ কিছু আর্থিক সংস্কারের সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের পর এই প্রথম মন্ত্রিসভার বৈঠক হচ্ছে। লন্ডন সফরের বিনিয়োগ সংক্রান্ত বিষয়েও আলোচনা হতে পারে আজ। নবান্নের একটা সূত্র জানাচ্ছে, আতশবাজির হাব তৈরি নিয়ে জমি সংক্রান্ত বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজকের বৈঠকে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক রাজ্য বিধানসভায়

আজ দুপুরে বিধানসভায় বসবে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক। বাজেট অধিবেশনের শেষ দু’দিন দলীয় হুইপ অমান্য করায় তৃণমূল বিধায়কদের একাংশের উপর ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব। তাই ওই দু’দিন বিধানসভার অধিবেশনে গরহাজির থাকা বিধায়কদের শাস্তির মুখে পড়তে হতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরিষদীয় মন্ত্রী তথা শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠক হবে আজ।

ইডেনে কেকেআরের ম্যাচ, বিপক্ষে ‘কলকাতা’র লখনউ

আইপিএলে আজ আবার নামছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর হোম ম্যাচে খেলবে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে। ইডেনে এই ম্যাচ হওয়ার কথা ছিল রবিবার। কিন্তু ওই দিন রামনবমী থাকায় পুলিশ ম্যাচ করার অনুমতি দেয়নি। ফলে খেলা দু’দিন পিছিয়ে আজ হচ্ছে। কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েন‌্কার দলের বিরুদ্ধে জিততে পারবেন অজিঙ্ক রাহানেরা? চারটি ম্যাচ খেলে দু’টিতে জিতেছে কলকাতা। লখনউয়েরও চার ম্যাচে দু’টি জয়। দুই দলই শেষ ম্যাচে জিতেছে। আজ খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো হটস্টার অ্যাপে। আজ আরও একটি ম্যাচ রয়েছে। মুখোমুখি পঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস। পঞ্জাব প্রথম দু’টি ম্যাচ জেতার পর গত ম্যাচে জিতেছে। চেন্নাই প্রথম ম্যাচে জেতার পর টানা তিনটি ম্যাচে হেরেছে। এই ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। এই ম্যাচও দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো হটস্টার অ্যাপে।

সপ্তাহভর বৃষ্টি হতে পারে রাজ্যে, মিলবে কি স্বস্তি

চলতি সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে কমতে পারে তাপমাত্রাও। হাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ সব জেলাতেই। এর মধ্যে ঝড়বৃষ্টির জন্য আলাদা সতর্কতা জারি হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। আজ সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার হেরফেরের তেমন সম্ভাবনা নেই। তবে তার পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গেও সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement