গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
বিধানসভা উপনির্বাচনের জয়ী ছয় তৃণমূল বিধায়কের এ বার মাঠে নামার পালা। আজ বিধানসভায় তাঁরা শপথগ্রহণ করবেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁদের মন্ত্রগুপ্তির শপথ পাঠ করাবেন। রাজ্যপালের বিধানসভায় আসা অন্য বার্তা বহন করছে অনেকের কাছে। সাম্প্রতিক অতীতে রাজ্য-রাজভবন চাপানউতরের প্রেক্ষিতে তাতপর্যপূর্ণও। দূরত্ব কি কমছে তা হলে?
এই পরিসরে আজ মুখ্যমন্ত্রী মমতা এবং রাজ্যপাল বোসকে এক সঙ্গে দেখা যেতে পারে বলে অনেকের ধারণা। রাজ্যেরই এক প্রক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। রাজ্যেরই প্রতিবেশী বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি গোটা ভারতকে তো বটেই ভাবাচ্ছে গোটা বিশ্বকে। পর পর সন্ন্যাসী গ্রেফতার, সংখ্যালঘুদের উপর হামলা, নিপীড়নের ঘটনার জেরে এই দেশটি এখন বিশ্বের শিরোনামে। সমস্ত ঘটনাপ্রবাহে আমাদের নজর থাকবে।
ছয় বিধায়কের শপথ, একসঙ্গে দেখা যেতে পারে মমতা, বোসকে
অবশেষে উপনির্বাচনে জয়ী ছয় জন বিধায়ক শপথ নিতে চলেছেন। সোমবার বিধানসভায় এসে তাঁদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সপ্তাহের প্রথম দিনের অধিবেশনে অংশ নিতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনিও উপস্থিত থাকতে পারেন শপথগ্রহণ অনুষ্ঠানে। সে ক্ষেত্রে দীর্ঘদিন পর একসঙ্গে অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিতে দেখা যাবে বোস-মমতাকে। তবে বিরোধী দল বিজেপি এই অনুষ্ঠানে যোগদান করবে কি না সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। আজ সপ্তাহের প্রথম দিনের অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা প্রথমার্ধে প্রশ্নোত্তরপর্বে অংশ নেবেন। দ্বিতীয়ার্ধে ওয়াকফ বিলের বিরোধিতায় আনা প্রস্তাবে অংশ নেবেন তিনি। অধিবেশন শেষ হলে বিধানসভায় নিজের ঘরে মন্ত্রিসভার বৈঠক করবেন তিনি।
বাংলাদেশে পর পর সন্ন্যাসী গ্রেফতার নিয়ে বাড়ছে উত্তাপ
চট্টগ্রামে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশের একাংশ। দিকে দিকে চলছে বিক্ষোভ, সংঘর্ষ! প্রতিবাদে সরব হয়েছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। শুধু চিন্ময়কৃষ্ণ নন, তার পর থেকে একে একে কয়েক জন সন্ন্যাসীকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। তাঁদের গ্রেফতারির প্রতিবাদে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে ওপার বাংলায়। সেই অশান্তির আঁচ এসেছে পড়েছে ভারতেও। এ দেশের বিভিন্ন জায়গাতেও বিক্ষোভ দেখাচ্ছেন সনাতনীরা। আজ সন্ন্যাসী চিন্ময় মহারাজের মুক্তির দাবিতে ধর্নায় বসবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুপুরে বনগাঁর পেট্রাপোল সীমান্তে এক ধর্নার আয়োজন করা হয়েছে। সেখানে যোগদান করবেন শুভেন্দু। বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে, নজর থাকবে সে দিকে।
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আলু ব্যবসায়ীদের ধর্মঘটের হুমকি, আজ বৈঠকে মন্ত্রী
ফের কর্মবিরতির হঁশিয়ারি দিয়েছেন আলু ব্যবসায়ীরা। ভিন্রাজ্যে আলু ‘রফতানি’ নিয়ে জটিলতা না-কাটলে সোমবার থেকে তাঁরা আবার কর্মবিরতি শুরু করবেন বলে জানিয়ে দিয়েছেন। রাজ্যে আলুর চড়া দাম নিয়ন্ত্রণে সম্প্রতি ভিন্রাজ্যে আলু ‘রফতানি’র ক্ষেত্রে কড়াকড়ি শুরু হয়েছিল। এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো নবান্নে সরকার পক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন আলু ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, সম্প্রতি আবার নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে। সেই কারণেই ধর্মঘটের সিদ্ধান্ত। এই পরিস্থিতিতে সোমবার রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছেন। এখন দেখার, সেই বৈঠক থেকে কোনও রফাসূত্র বেরোয় কি না।
অচল সংসদে কাজ হবে কি সোমবারের অধিবেশনে
সংসদে শীতকালীন অধিবেশন শুরু হলেও এখনও এক দিনও তেমন কোনও বিষয়ে আলোচনা হয়নি। আদানি-ওয়াকফ-মণিপুর, তিন বিষয়কে কেন্দ্র করে উত্তাল হয়েছে লোকসভা এবং রাজ্যসভা। সংসদের দুই কক্ষেই বিরোধীদের তুমুল হট্টগোলের কারণে অধিবেশন মুলতুবি হয়েছে। সোমবার থেকে আবার সংসদে অধিবেশন শুরু হচ্ছে। আপাতত স্থির হয়েছে, সোম এবং মঙ্গলবার লোকসভায় সংবিধানের ৭৫ বছর উপলক্ষে আলোচনা হবে। অনেকের মতে, সোমবারও আদানিদের নিয়ে সংসদে প্রশ্ন তুলতে পারেন বিরোধীরা। তবে বিরোধীদের একাংশ চাইছে, কেন্দ্রের সঙ্গে মতপার্থক্য থাকলেও সংসদে আলোচনা হোক। এখন দেখার আজ কী হয় লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনে।
পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শুনানি সুপ্রিম কোর্টে
আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। ইডির মামলায় জামিন চেয়ে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হন। গত শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল, বিনা ট্রায়ালে আর কত দিন এক জন অভিযুক্তকে আটকে রাখা যায়। কেন জামিন দেওয়া হবে না? ওই মামলায় ইডির বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত। বেলা সাড়ে ১০টা নাগাদ বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জল ভুয়ানের বেঞ্চে ওই মামলার শুনানি হতে পারে। আজ সেখানে কী হয় সে দিকে নজর থাকবে।