Jalpaiguri

করোনার সেফ হাউসে ‘কমলা সুন্দরী’, রোগ ভুলে নাচ জলপাইগুড়িতে

এতে কাজও হচ্ছে মনে করছেন চিকিৎসকরা। রোগীরাও যে এই ব্যবস্থা উপভোগ করছেন তা তো তাঁদের নাচ দেখেই বোঝা যাচ্ছে।

উপসর্গহীন করোনা আক্রান্তদের স্ট্রেস ম্যানেজমেন্টের ব্যবস্থা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২০ ২২:২০
Share:
Advertisement

করোনা আক্রান্ত হয়ে দিনের পর দিন বাড়ি থেকে দূরে থাকার ফলে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন রোগীরা। এমনটা মত বিশেষজ্ঞদের। তাই তাঁদের জন্য গান চালিয়ে নাচের ব্যবস্থা করা হয়েছে জলপাইগুড়ির একটি সেফ হাউসে।

জলপাইগুড়ির রাজাবাড়ি পাড়া সেফ হাউসে এখন রোজ সন্ধ্যা নামলেই উপসর্গহীন করোনাভাইরাস আক্রান্ত রোগীদের স্ট্রেস ম্যানেজমেন্টের ব্যবস্থা করা হয়েছে। সেফ হাউসের ভিডিয়োয় দেখা যাচ্ছে 'সুন্দরী কমলা'-র তালে তালে প্রাণ খুলে নাচছেন মহিলা পুরুষ সবাই।

Advertisement

সেফ হোমের দায়িত্বে থাকা এক চিকিৎসক জানিয়েছেন, "প্রথাগত চিকিৎসার পাশাপাশি তাঁরা রোগীদের জন্য রোজ সন্ধ্যায় এই মিউজিক থেরাপির ব্যবস্থা করেছেন। যাতে বাড়ির পরিবেশ থেকে দূরে থেকেও তাঁরা মানসিক চাপে না ভোগেন।" এতে কাজও হচ্ছে মনে করছেন চিকিৎসকরা। রোগীরাও যে এই ব্যবস্থা উপভোগ করছেন তা তো তাঁদের নাচ দেখেই বোঝা যাচ্ছে।

আরও পড়ুন: বয়স ৩ বছর ১১ মাস, মেদিনীপুরের অদ্রীশ নাম তুলে ফেলল ইন্ডিয়া বুক অব রেকর্ডসে

Advertising
Advertising

আরও পড়ুন: ভাত আরও একটু সেদ্ধ চাই, হাসপাতালে মহকুমাশাসককে পেয়ে আর্জি কোভিড রোগীর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement