মালদহের হাসপাতালে শোকাহত নিহত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যরা। —নিজস্ব চিত্র।
পঞ্চায়েত নির্বাচনের ফলঘোষণার পর মালদহে শাসকদলের বিজয় মিছিলে হামলার জেরে নিহত হলেন তৃণমূলের এক কর্মী। অভিযোগ, তৃণমূলের অন্য গোষ্ঠীর নেতা দলবল নিয়ে বিজয় মিছিলে হামলা চালিয়েছেন। মঙ্গলবার ওই হামলার জেরে গুরুতর জখম হন শাসকদলের ওই কর্মী। বুধবার হাসপাতালে মারা যান তিনি। ফলে নির্বাচনী সংঘর্ষ এবং সন্ত্রাসের জেরে এখনও পর্যন্ত ৪৭ জন নিহত হলেন।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার মালদহের চাঁচলের খেমপুর গ্রাম পঞ্চায়েতের পরাণপুর এলাকায় স্থানীয় কর্মী-সমর্থকদের নিয়ে বিজয় মিছিল বার করেছিলেন এলাকার তৃণমূল নেতা তারিকুল শেখ। পুরানপুর এলাকা থেকে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হন তিনি।
অভিযোগ, স্থানীয় আর এক তৃণমূল নেতা জালালউদ্দিন শেখের নেতৃত্বে সেই মিছিলে হামলা চালানো হয়। হামলায় গুরুতর জখম হন মফিজউদ্দিন শেখ (৫০) নামে এক তৃণমূল কর্মী। বুধবার চাঁচল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিন সংঘর্ষে নিহত হয়েছিলেন ১৫ জন। ওই দিন সংঘর্ষে জখম আরও চার জন পরে হাসপাতালে মারা যান।