পুজোয় আয়কর নজর, ধর্নার ডাক মমতার

শহরের সর্বজনীন পুজো কমিটিগুলিকে নজরে রাখতে গত বছর থেকেই সক্রিয় হয়েছে আয়কর দফতর। ইতিমধ্যেই একাধিক পুজো কমিটিকে ডেকে এ ব্যাপারে কথাও বলেছেন আয়কর দফতরের আধিকারিকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৯ ০৩:১৫
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

কলকাতার সর্বজনীন পুজোগুলিকে আয়করের আওতায় আনা যাবে না, এই দাবিতে কাল, মঙ্গলবার ধর্নায় বসবে তৃণমূলের ‘বঙ্গজননী’ সংগঠন। দলের এই কর্মসূচি রবিবার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

Advertisement

শহরের সর্বজনীন পুজো কমিটিগুলিকে নজরে রাখতে গত বছর থেকেই সক্রিয় হয়েছে আয়কর দফতর। ইতিমধ্যেই একাধিক পুজো কমিটিকে ডেকে এ ব্যাপারে কথাও বলেছেন আয়কর দফতরের আধিকারিকেরা। পুজোর আয়োজনকে আয়করের আওতায় আনার ব্যাপারে গোড়া থেকেই আপত্তি ছিল মুখ্যমন্ত্রীর। প্রকাশ্যে তা জানিয়ে একাধিক বার তিনি পুজো কমিটির কর্তাদের আয়কর দফতরের ডাকে সাড়া না দেওয়ার কথাও বলেছিলেন। পুজো নিয়ে আয়কর তৎপরতায় আপত্তি জানিয়ে এ দিনও নিজের ফেসবুক পেজ-এ মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘আয়কর দফতর অনেক পুজো কমিটিকে নোটিস পাঠিয়েছে। উৎসব সকলের। কোনও পুজোতে কর বসানো হোক, তা আমরা চাই না। আমাদের দাবি, দুর্গাপুজো ও কমিটিগুলিকে কোনও করের আওতায় আনা চলবে না।’’

আয়কর দফতরের তৎপরতার প্রতিবাদেই পথে নামছে শাসক দলের শাখা সংগঠন ‘বঙ্গ জননী।’ সুবোধ মল্লিক স্কোয়ারে শাখা সংগঠনের ধর্না-অবস্থানের কথা জানিয়ে পুজো কমিটির কর্মতাদেরও মঙ্গলবারের ওই কর্মসূচিতে যোগ দিতে সোশ্যাল মিডিয়ায় আবেদন করেছেন মমতা।

Advertisement

কলকাতার পুজো উদ্যোক্তাদের সংগঠন ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর সম্পাদক শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, ‘‘কলকাতার কোনও পুজোই লাভজনক কোনও আয়োজন নয়। এ ব্যাপারে আমাদের মত আয়কর দফতরে জানিয়ে দিয়েছি।’’ পুজোর স্বার্থে কোনও কর্মসূচিতে যোগ দিতে তাঁদের কোনও আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement