Mamata Banerjee on Subhaprasanna

বাংলায় ‘দাওয়াত’, ‘পানি’ শব্দ ঢুকছে কেন? আপত্তি শুভাপ্রসন্নের, ব্যক্তিশ্রদ্ধা জানিয়েও জবাব ক্ষুণ্ণ মমতার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলকাতায় রাজ্য সরকারের অনুষ্ঠানে শিল্পী শুভাপ্রসন্নের সঙ্গে দ্বিমত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বুঝিয়ে দেন, তিনি শুভাপ্রসন্নকে সমর্থন করছেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৮
Share:

শুভার বক্তব্যের সঙ্গে একমত নন মমতা। — নিজস্ব চিত্র।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজ্য সরকারের অনুষ্ঠানে খানিকটা হলেও সুর কেটে গেল শিল্পী শুভাপ্রসন্নের বক্তব্যে। মঙ্গলবার দেশপ্রিয় পার্কের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই নিজের বক্তব্যে বাংলা ভাষায় কেন ‘পানি’, ‘দাওয়াত’ শব্দ ঢুকছে তা নিয়ে আপত্তি জানান। সেই সময়ে তিনি যে ক্ষুণ্ণ তা মুখ্যমন্ত্রীর চোখ-মুখ দেখে বোঝা না গেলেও বক্তৃতা করার সময়ে তিনি তা স্পষ্ট করে দেন। শুভাপ্রসন্নকে ব্যক্তিগত ভাবে তিনি শ্রদ্ধা করেন জানিয়েও নিজের মতামতে উল্টো সুর শোনান মমতা। বলেন, ‘‘জল বা ওয়াটারকে কেউ কেউ পানি বলে। এটা আপনাকে মেনে নিতে হবে। মাকে কেউ আম্মা বলে। এটাকে মেনে নিতে হবে।’’ ভাষা মানে যে আসলে যোগাযোগের মাধ্যম তা বোঝাতে মমতা বলেন, ‘‘ল্যাঙ্গুয়েজ মিনস কমিউনিকেশন।’’

Advertisement

দেশপ্রিয় পার্কে ২১ ফেব্রুয়ারি পালনের মঞ্চে বাংলার শিল্পী, সাহিত্যিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত থেকে মনোময়দের গানে ছিল ভাষা দিবসের সুর। গান গেয়েছেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়ও। কবিতা পাঠ করেন জয় গোস্বামী, সুবোধ সরকার, শ্রীজাতরা। মাঝে মাঝে ছিল সাহিত্যিক, প্রবান্ধিক, শিল্পীদের বক্তৃতা। গোটা অনুষ্ঠানটাই মন দিয়ে উপভোগ করছিলেন মমতা। পাড়ে ‘অ’ লেখা শাড়ি ছিল তাঁর পরনে। গোটা অনুষ্ঠান ঠিকঠাক হলেও সুর কাটে শুভাপ্রসন্নের বক্তব্যে।

প্রতুল মুখোপাধ্যায় ‘আমি বাংলায় গান গাই’ শোনানোর পরে শিল্পীর কাছে এগিয়ে যান মমতা। এর পরেই বক্তৃতা করেন শুভাপ্রসন্ন। ছোট্ট বক্তব্যেই তিনি বলেন, ‘‘বাংলা ভাষার উচ্চারণ, বাংলা ভাষার তাৎপর্য, বাংলার ভাষার বৈশিষ্ট্য থেকে আমরা সরে আসছি। আমরা দেখছি বহু কারণে, নানান সাম্প্রদায়িক ছাপ বাংলা ভাষায় চলে এসেছে।’’ এর পরেই শুভাপ্রসন্ন বলেন, ‘‘যে শব্দগুলোকে আমরা কখনও বাংলা বলি না, ভাবি না, সেই শব্দ আজকে বাংলা ভাষায় ঢুকছে। আমরা কোনও দিন বাংলা ভাষায় পানি ব্যবহার করি না। আমরা কোনও দিন কখনও দাওয়াত দিই না। সুতরাং, ভাবতে হবে কোন ভাষা আমাদের ভাষা।’’

Advertisement

শুভাপ্রসন্নর এই কথাগুলি যে তাঁর পছন্দ হয়নি সেটা বক্তৃতার শুরুতেই বুঝিয়ে দেন মমতা। নৃসিংহপ্রসাদ ভাদুড়ি তাঁর বক্তৃতায় বাংলার শব্দ ভান্ডার বাড়ানোর কথা বলেন। সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘‘আমি নৃসিংহদার সঙ্গে একমত। যত বেশি বাংলা কথায় শব্দ বৃদ্ধি পাবে, তত বেশি বাংলা ভাষার বৃদ্ধি হবে। আমরা যদি হৃদয়টাকে ছোট করে রাখি, তা হলে হৃদয় কোনও দিনই বৃদ্ধি পাবে না। যত বেশি দেওয়া নেওয়া হবে, মূল ঐতিহ্যটাকে ঠিক রেখেই আমি ভাষাটাকে বাড়াব।’’

এর পরে সরাসরি শুভাপ্রসন্নের নাম নিয়ে নিজের মত জানান মমতা। বলেন, ‘‘শুভাদা অনেক শ্রদ্ধেয়। কিন্তু শুভাদাকে একটা কথা বলব। দেখুন, কতগুলি শব্দ রয়েছে, যেগুলি সারা বিশ্বের। যেমন মা বললে সবাই জানে দু’টি শব্দ রয়েছে। একটা মা আর একটা মাদার। আর একটা শব্দ রয়েছে জল বা ওয়াটার। কিন্তু ওয়াটারকে কেউ কেউ পানি বলে। এটা আপনাকে মেনে নিতে হবে। মাকে কেউ আম্মা বলে। এটাকে মেনে নিতে হবে। কেউ বারণ করেনি। আমি মা-ও বলব, আমি আম্মাও বলব। ওরা অতিথি সেবাকে দাওয়াত বলে। এটা বাংলাদেশের ভাষা। যাঁরা ও পার থেকে এ দেশে এসেছেন, তাঁরা এই ভাষাটাকে গ্রহণ করেছেন। আমি মাতৃভাষাকে চেঞ্জ করতে পারি না। যেটা শিখে এসেছে, সেটা চেঞ্জ করবে কী ভাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement