Kolkata Rally

ধর্মতলার সমাবেশ থেকে তৃণমূলে যোগ দিলেন ইন্দ্রাণী হালদার

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে সভায় বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, বিনয় বর্মন, ববি হাকিম, শুভেন্দু অধিকারী এবং শান্তা ছেত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০১৭ ০৮:১৫
Share:

২১ জুলাইয়ের সভাস্থলে হাজির তৃণমূলের কর্মী-সমর্থকরা। ছবি: সুমন বল্লভ।

তৃণমূলের ২১শে জুলাই-এর সমাবেশ ছিল ধর্মতলায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে সভায় বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, বিনয় বর্মন, ববি হাকিম, শুভেন্দু অধিকারী এবং শান্তা ছেত্রী। সংগীত পরিবেশন করেন নচিকেতা।

Advertisement

• বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর আক্রমণের মূল লক্ষ্য বিজেপি এবং নরেন্দ্র মোদীর সরকার।

Advertisement

• ধর্মতলার সভামঞ্চ থেকে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী ইন্দাণী হালদার।

• দুপুর সওয়া ১টা নাগাদ মঞ্চে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

• আগে আমরা লড়েছি সিপিএম-এর হার্মাদদের সঙ্গে, আর এখন লড়ছি বিজেপির উন্মাদদের সঙ্গে: অভিষেক।

• এর পর মঞ্চে বক্তব্য রাখতে আসেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

• এর পর সভায় বক্তব্য রাখতে আসেন রাজ্যের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ। বক্তব্য রাখেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

• আমাদের সামনে অনেক লড়াই: সুব্রত।

• এর পর মঞ্চে বক্তব্য রাখতে আসেন তৃণমূলের সহ-সভাপতি সুব্রত মুখোপাধ্যায়।

• তৃণমূলের আন্দোলন মানুষের জন্য: পার্থ।

• মঞ্চে বক্তব্য রাখতে উঠলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

• মঞ্চে রয়েছেন সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দেযাপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম প্রমুখ।

• গানের মাধ্যমে সভার সূচনা হল।

• শিয়ালদহ, হাওড়া থেকে মিছিল করে আসছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

• ধামসা-মাদলের তালে নৃত্য চলছে সভাস্থলের সামনে।

• শহরের রাস্তায় বাসের সংখ্যা খুবই কম। ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।

• মধ্য কলকাতার বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ১১টি জায়ান্ট স্ক্রিন।


সভাস্থলের সামনে।

• বাস, ট্রেন ও লঞ্চগুলোতে উপচে পড়েছে ভিড়।

• ভিআইপিদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে পার্কোম্যাট ও বিধানসভায়।

• দক্ষিণ কলকাতামুখী গাড়ি ব্রাবোর্ন রোড ও বিবাদী বাগ দিয়ে পাঠানো হচ্ছে।

• উত্তর কলকাতা থেকে হাওড়ামুখী গাড়ি স্ট্র্যান্ড রোড, মহাত্মা গাঁধী রোড দিয়ে পাঠানো হচ্ছে।

• গণেশচন্দ্র অ্যাভিনিউ থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

• হাওড়া, শিয়ালদহ, শ্যামবাজার, মিলনমেলা থেকে ধর্মতলার দিকে আসছে তৃণমূলের মিছিল।


সভাস্থলের সামনে ধামসা-মাদলের তালে নৃত্য।

• উত্তর কলকাতামুখী গাড়ি স্ট্র্যান্ড রোড ও কালীকৃষ্ণ ঠাকুর রোড দিয়ে পাঠানো হচ্ছে।

• ১০টি মেট্রো স্টেশনে বাড়তি পুলিশের ব্যবস্থা।

• সিসিটিভি ক্যামেরায় চলছে নজরদারি।

• সভা শুরু হয় দুপুর ১২টায়। সভার প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

• ভিড় কেমন হবে তা নিয়ে বিশেষ উৎসাহী নন মুখ্যমন্ত্রী। যদিও তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, এ বার সমাবেশে রেকর্ড ভিড় হবে। সেটাই আরও চিন্তা বাড়িয়েছে পুলিশের। এ বার সমাবেশ সফল করতে ঝাঁপিয়ে পড়েছেন অভিষেক।

• সকাল থেকেই তৃণমূলের নেতানেত্রীরা শহরের বড় স্টেশনগুলিতে সব বিষয় তদারকি করছেন।


হাওড়া স্টেশনে। নিজস্ব চিত্র।

• সকাল ১১.৩০টায় কালীঘাটের বাসভবন থেকে ধর্মতলার উদ্দেশে রওনা দেবেন মমতা।

• গত ছ’বছরের শাসনে রাজ্য কী ভাবে ‘সোনার বাংলা’ হয়ে উঠছে, তা-ও পরিসংখ্যান দিয়ে দেখাবেন মুখ্যমন্ত্রী।

• মুখ্যমন্ত্রী তুলে ধরবেন রাষ্ট্রপুঞ্জে কন্যাশ্রী প্রকল্পের পুরস্কারপ্রাপ্তি থেকে পঞ্চায়েতে দেশের মধ্যে সেরা হওয়ার কাহিনি।

• কৃষিকর্মণ পুরস্কার থেকে সমবায়ে সেরার শিরোপা, তা আজ ফের স্পষ্ট করবেন মমতা।

• এ দিনের চমক হলো সভাস্থলে সারাক্ষণ বাজানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর দেওয়া গান ও কবিতা।

আরও পড়ুন: কোন পথে যে চলি...


শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলার উদ্দেশে তৃণমূলের মিছিল।

• নিরাপত্তার দেখভাল করার জন্য শুক্রবার শহরে মোতায়েন থাকবেন ১৯ জন ডেপুটি কমিশনার। তাঁদের প্রত্যেকের অধীনেই থাকবে বিশাল বাহিনী।

• অন্য দিন শহরে মিনিবাস থাকে ১২০০। শুক্রবার থাকবে পাঁচশোর মতো। বেসরকারি বাস থাকে চার হাজারের মতো। শুক্রবার থাকবে হাজারখানেক। ট্যাক্সি ও অ্যাপ ক্যাবের সাহায্যও মিলবে কি না সন্দেহ।

শহরের সব গুরুত্বপূর্ণ মোড়ে, রাস্তার পাশে কিয়স্কে, ডোরিনা ক্রসিংয়ে উপস্থিত থাকবেন পুলিশের বড় কর্তারা। প্রয়োজনে যোগাযোগ করতে হবে:
লালবাজার কন্ট্রোল (২২১৪৩২৩০)
ট্র্যাফিক কন্ট্রোল (২২১৪৩৬৪৪)

ছবি: সুমন বল্লভ, নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement