মমতার জাল ছবি, ক্ষুব্ধ তৃণমূল

বিজেপির সদস্যপদের দু’টি কার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তার একটিতে মমতা এবং অন্যটিতে রাহুল গাঁধীর ছবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৯ ০১:২২
Share:

ছবি: সংগৃহীত।

মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির সদস্য হিসাবে দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ তৃণমূল। বিষয়টি নিয়ে সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ করার কথা ভাবছে তারা। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার বলেন, ‘‘মমতার ছবি দিয়ে তাঁকে আক্রমণ করা হচ্ছে। বিজেপি ফেসবুকে এই সব ছবি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটা তাদের নীচতা। তৃণমূল কঠোর ব্যবস্থা নেবে।’’

Advertisement

বিজেপির সদস্যপদের দু’টি কার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তার একটিতে মমতা এবং অন্যটিতে রাহুল গাঁধীর ছবি। মমতার সদস্যপদের নম্বর দেখানো হয়েছে ৪২৭৯। আর রাহুলের সদস্যপদের নম্বর দেওয়া হয়েছে ৪২০।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement