রাজ্যপাল সি ভি আনন্দ বোস। —ফাইল চিত্র।
রাজ্যপাল সি ভি আনন্দ বোস শিক্ষায় ‘গৈরিকীকরণ’ করছেন বলে অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। এ বার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে শাসক দলের তোপের মুখে পড়ল রাজভবন। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বুধবার অভিযোগ করেন, ‘‘ওই বিশ্ববিদ্যালয়ে পরিচিত এক বিজেপি কর্মীকে নিয়োগ করেছেন। এটা একতরফা এবং এক্তিয়ার বহির্ভূত।’’ তাঁর অভিযোগ, রাজ্যপাল বিজেপির ‘দালালে’র মতো আচরণ করছেন। রাজ্যপালের মাধ্যমে গৈরিকীকরণের অভিযোগ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ দিনই পাল্টা বলেছেন, ‘‘গৈরিকীকরণ হলে তো ভালই হবে। বিজেপির পতাকা দেখে তৃণমূলের গেরুয়া রঙের প্রতি অ্যালার্জি হয়েছে। ওদের বলছি, আপনারা স্বামীজির পোশাক দেখুন। তা হলে আর গেরুয়াকরণ নিয়ে আপত্তি থাকবে না!’’ তাঁর আরও মন্তব্য, ‘‘সম্প্রতি আচার্যের সিদ্ধান্ত নিয়ে যে কটা মামলা হয়েছে, সব কটাতে উনি জিতেছেন। ফলে, উনি এখন আইনের বলে বলীয়ান।’’