নরেন্দ্র মোদী, সৌগত রায়। ফাইল চিত্র।
ভোটমুখী বঙ্গে কৃষক উন্নয়ন নিয়ে তরজা অব্যাহত রইল তৃণমূল ও বিজেপি-র মধ্যে। বিজেপি-র অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য অংশগ্রহণ না করায় বঞ্চিত হচ্ছেন বাংলার কৃষকরা। আবার তৃণমূলের দাবি, কেন্দ্রীয় প্রকল্পের থেকে রাজ্যের প্রকল্পে বেশি উপকৃত হচ্ছেন কৃষকরা।
‘প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনা’ রাজনৈতিক কারণে কার্যকর না হওয়ায় পশ্চিমবঙ্গের কৃষকরা আর্থিক সাহায্য পাচ্ছেন না বলে সোমবার রাজ্যসভায় ফের অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর ওই বক্তৃতার পরে কেন্দ্রের প্রকল্পের সঙ্গে রাজ্যের প্রকল্পের তুলনা টেনে বিজেপি-কে আক্রমণ করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। দিল্লিতে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পে প্রতি একরে পাঁচ হাজার টাকা দেওয়া হয়। আর পিএম কিসানে দেওয়া হয় ১২১৪ টাকা। শুধুমাত্র ছোট ও প্রান্তিক কৃষকরা পিএম কিসানের সুবিধা পান। আর রাজ্যের প্রকল্পে সমস্ত কৃষকই সুবিধা পাবেন।’’ রাজ্যের প্রকল্পে ১৮-৬০ বছরের মধ্যে কোনও কৃষক মারা গেলে তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা থাকলেও, কেন্দ্রীয় প্রকল্পে এ রকম কোনও ব্যবস্থা নেই। এ ছাড়া বাংলায় কৃষকদের আয় তিন গুণ হয়েছে বলেও দাবি করেন সৌগত।
এর আগে রবিবার রাজ্য সফরে এসে হলদিয়াতে পিএম কিসান নিয়ে মমতা বন্দ্যেপাধ্যায়কে আক্রমণ করেন মোদী। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসে মন্ত্রিসভার প্রথম বৈঠকে পিএম কিসান চালু করা হবে বলেও ঘোষণা করেন তিনি। মোদীর সেই কথা ধরে সৌগত বলেন, ‘‘চাল উত্পাদনে বাংলা প্রথম। আমরা ফুড কর্পোরেশনকে বলেছিলাম, বাংলা থেকে ৬ লক্ষ মেট্রিক টন চাল কেনা হোক, কিন্তু ওরা এখান থেকে মাত্র ৯৬ হাজার মেট্রিক টন চাল কিনেছে। আর বাংলার থেকে কম উত্পাদনকারী রাজ্য থেকে বেশি চাল কিনেছে। বাংলার কৃষকদের কথা তাঁরা যদি এতই ভাবতেন, তা হলে এটা করতেন না।’’