Kalyan Banerjee

শুভেন্দুর বক্তব্যই টাকা নেওয়ার প্রমাণ, দাবি কল্যাণের

কল্যাণের দাবি, প্রধানমন্ত্রী নিজেই প্রমাণ করেদিলেন অভিষেকের রাজনৈতিক গুরুত্ব আছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ২৩:১৫
Share:

কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়। নিজস্ব চিত্র।

নির্বাচন কমিশন কোনও ভুল করলে সুপ্রিম কোর্ট বলতে পারে। কিন্তু নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিছু করার ক্ষেত্রে খুব কম ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টের। সোমবার এমনই দাবি করলেন, তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘ভোট পরিচালনা করে নির্বাচন কমিশন। যেটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা কী ভাবে নির্বাচন পরিচালনা করবে, না করবে সেটা সুপ্রিম কোর্ট কী করে ঠিক করবে?’’

Advertisement

পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ প্রসঙ্গে কল্যাণ সোমবার এ কথা বলেন। সেই সঙ্গে তাঁর বক্তৃতায় এসেছে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালের প্রসঙ্গ। মুখ্যমন্ত্রীর সভায় প্রবীরের না যাওয়া প্রসঙ্গে বলেন কল্যাণ বলেন, ‘‘প্রায় সাড়ে তিন লক্ষ লোক মমতা বন্দোপাধ্যায়ের সভায় এসেছেন। জেলায় এমন কোনও কর্মী নেই, যে আসেননি। তাই কে এল, কে এল না, তার গুরুত্ব আমাদের কাছে নেই। সম্মান-টম্মান ওসব অর্থহীন কথাবার্তা বলে লাভ নেই। যদিও দলের কর্মীরা বলে উনিই তাদের সম্মান করেন না।’’

কল্যাণ বলেন, ‘‘অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী থেকে শুভেন্দু অধিকারী করে যাচ্ছেন। তাহলে প্রধানমন্ত্রী নিজেই প্রমাণ করে দিলেন অভিষেকের রাজনৈতিক গুরুত্ব আছে। আজকে শুভেন্দু নিজেই স্বীকার করেনিয়েছেন যে উনি সারদায় ছ’কোটি টাকা খেয়েছেন। নারদার ভিডিও চোখের সামনে রয়েছে। ও কতবড় সৎ তা আমরা দেখাবো। আমি মনে করি, শুভেন্দু দল ছেড়ে যাবার পর দল এককাট্টা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement