Jitendra Tiwari

টুইটারের পর ফেসবুকেও বিশদে সরব হলেন জিতেন্দ্র

তাৎপর্যপূর্ণ ভাবে এর আগে তৃণমূলের নয়া নির্বাচিত পশ্চিম বর্ধমান জেলা কমিটির তালিকা ফেসবুকে তুলে ধরেছিলেন জিতেন্দ্র। ‘অভিনন্দন’ও জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৪:৫৯
Share:

টুইটারের পর এ বার ফেসবুকে সরব জিতেন্দ্র তিওয়ারি।

প্রথমে ‘ইঙ্গিতপূর্ণ’ টুইট। তার কিছু ক্ষণের মধ্যেই ফেসবুকেও সরব পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। রবিবার তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা কমিটি থেকে বাদ পড়ার ২৪ ঘণ্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় জিতেন্দ্রর ‘শায়েরি’ তাঁকে নিয়ে নতুন করে জল্পনার অবকাশ তৈরি করে দিল। যদিও জোড়াফুল শিবির ‘উনি দলেই আছেন’ বলে নিশ্চিন্ত।

Advertisement

সোমবার সকালে নিজের টুইটার হ্যান্ডলে একটি আমেরিকান প্রবাদ তুলে ধরেছিলেন পাণ্ডবেশ্বরের এই বিধায়ক। তিনি লিখেছিলেন, ‘হোয়েন দ্য গোয়িং গেট্‌স টাফ, দ্য টাফ গেট্স গোয়িং’। অর্থাৎ, পরিস্থিতি যখন কঠিন হয়ে দাঁড়ায়, দৃঢ়চিত্ত মানুষই তার মোকাবিলা করতে পারে। সেই একই কথা নিজের ফেসবুক প্রোফাইলেও লিখেছেন জিতেন্দ্র। পাশাপাশিই উর্দু কবি রাহত ইন্দোরির একটি শায়েরির বঙ্গানুবাদও ফেসবুকে পোস্ট করেছেন তিনি। লিখেছেন, ‘আমাদের শহরের দৃশ্য দেখতে পাবেন না / এখানকার মানুষ চোখে স্বপ্ন রাখে / প্রদীপ হয়ে আমায় নেভাতে পারবে না তুমি / আমরা আমাদের বাড়িতে অনেক সূর্য রাখি’। সেই সঙ্গে জুড়েছেন আরও একটি পোস্ট, ‘যত কঠিন সংঘর্ষ হবে, বিজয়ের আনন্দ ততই মধুর হবে’।

তাৎপর্যপূর্ণ ভাবে এর আগে তৃণমূলের নয়া নির্বাচিত পশ্চিম বর্ধমান জেলা কমিটির তালিকা ফেসবুকে তুলে ধরেছিলেন জিতেন্দ্র। সেই সঙ্গে নতুন কমিটিকে ‘অভিনন্দন’ও জানিয়েছিলেন। তাঁর ফেসবুক প্রোফাইলে স্ক্রল করলে তা নজরে আসে। তার পরেই আমেরিকান প্রবাদ এবং উর্দু শায়েরির মিশেলে পাণ্ডবেশ্বরের বিধায়কের নতুন পোস্ট নিয়ে স্বাভাবিক ভাবেই জল্পনা তৈরি করেছে। তা অনেকের কাছে ‘সান্ধ্যভাষা’ (চর্যাপদের আলো-আঁধারি ভাষা) হিসাবেও ঠেকেছে। পরপর সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট নিয়ে তৃণমূল-সহ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক শিবিরে আবার জল্পনা শুরু হয়েছে। বস্তুত, গত এক মাসে জিতেন্দ্রকে নিয়ে যে পরিমাণ টানাপড়েন চলেছে, তা কোনও একজন নেতাকে নিয়ে সাম্প্রতিককালে এ রাজ্যে হয়নি। বিজেপি-তে তিনি প্রায় চলেই গিয়েছিলেন। কিন্তু শেষমুহূর্তে ‘ইউ টার্ন’ নিয়ে আবার তৃণমূলে ফিরে আসেন। তবে বিজেপি-তে যোগদানের জল্পনার মধ্যেই আসানসোলের পুর প্রশাসকের পদ এবং তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন জিতেন্দ্র। তার পর তৃণমূলে ফিরে এলেও তাঁকে আর পুর প্রশাসকের পদটি ফিরিয়ে দেওয়া হয়নি। বরং রবিবার তাঁকে বাদ দেওয়া হয়েছে তৃণমূলের নবঘোষিত জেলা কমিটি থেকেই। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে উঠেছেন এই ডাকাবুকো নেতা।

Advertisement

আরও পড়ুন: পরিস্থিতি কঠিন, ইঙ্গিতপূর্ণ টুইট জিতেন্দ্রর, ফের জল্পনা শুরু

আরও পড়ুন: ‘লাকি’ নন্দীগ্রামে প্রার্থী এবার তিনিই, মাস্টারস্ট্রোক মমতার

যদিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে জিতেন্দ্র বলছেন, ‘‘মাঝে মাঝে ফেসবুকে কিছু না কিছু লিখতে হয়। যাতে মানুষ নজর করে। সে জন্যই লেখা। অন্য কোনও কারণ নেই। নতুন কমিটিকে আমি শুভেচ্ছা জানিয়েছি।’’ জিতেন্দ্রর এই ‘নজর’ করানোর জন্য লেখা নিয়ে জেলার মুখপাত্র অশোক রুদ্র বলছেন, ‘‘উনি আমাদের দলেই আছেন। উনি ফেসবুকে যা লিখেছেন, তা ওঁর ব্যক্তিগত অভিমত। সেটাই উনি ওখানে ব্যক্ত করেছেন। উনি নতুন জেলা কমিটিকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনও জানিয়েছেন। তাই তিনি টুইটারে বা ফেসবুকে যা লিখেছেন, তা নিয়ে অন্য কিছু ভাবার অবকাশ নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement