মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুললেন অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক ইদ্রিস আলি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ, সোমবার ইমাম, মোয়াজ্জিনদের সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতার। সেই সমাবেশ উপলক্ষে রবিবার কলকাতা প্রেস ক্লাবে মাইনরিটি ফোরাম এবং ‘অল ইমাম-মোয়াজ্জিন অ্যাসোসিয়েশনে’র আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তারা মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসায় মুখর হয়েছেন। সেখানেই ভগবানগোলার বিধায়ক ইদ্রিসের দাবি, ‘‘ইতিমধ্যেই যে সমস্ত ভারতীয়েরা ভারতরত্ন উপাধি পেয়েছেন, তাঁদের চেয়ে মুখ্যমন্ত্রী কোনও অংশে কম নন।’’ নাখোদা মসজিদের ইমাম মৌলানা ক্বারী সফিক কাশমি দাবি করেছেন, ‘‘রাজ্যের প্রায় সমস্ত ইমাম-মোয়াজ্জিন সাহেবরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে সমাবেশে আসবেন।’’