তাঁর অর্থলগ্নি সংস্থা নিয়ে বিস্তর অভিযোগে রাজনীতির জল যথেষ্ট ঘোলা হয়েছে। তাঁর সঙ্গে দলের সম্পর্ক ক্ষীণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিছু দিন আগে এবিপি আনন্দে সাক্ষাৎকারে স্বীকার করেন, তাঁকে সাংসদ করা তাঁর ভুল হয়েছে। তবুও কাগজে কলমে এখনও তৃণমূলেরই রাজ্যসভার সাংসদ কে ডি সিংহ। এ বার আর্থিক প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর করলেন তৃণমূলেরই এক জন। তিনি দলের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা মনোজ চক্রবর্তী। মনোজবাবুর অভিযোগ, ২০১২-২০১৩-য় তিনি যথাক্রমে ১ লক্ষ ও ১ লক্ষ ১৫ হাজার টাকা কে ডি-র সংস্থা অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়েলটি লিমিটেডে বিনিয়োগ করেন। তার বিনিময়ে সংস্থাটি তাঁকে মাসিক রোজগার যোজনায় টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু তা তারা রক্ষা তো করেইনি, এমনকী, আসল টাকাও ফেরত দেয়নি। এই অভিযোগে চাকদহ থানায় এফআইআর করেছেন মনোজবাবু।