Ram Navami

Ram Navami: রামনবমীর শোভাযাত্রায় একসঙ্গে পা মেলাল তৃণমূল-বিজেপি

পুরুলিয়ায় বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত শোভাযাত্রায় দেখা গেল জেলা তৃণমূল নেতাদের। সে মিছিলেই ছিলেন জেলা বিজেপির নেতারাও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২২ ০৭:৩৯
Share:

পা-মিলিয়ে: পুরুলিয়ায় বজরঙ্গ দল এবং বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত রামনবমীর শোভাযাত্রায় তৃণমূল নেতারাও। ছবি: সুজিত মাহাতো

রামনবমীর মিছিলে এক সঙ্গে হাঁটছেন বিজেপি এবং তৃণমূলের নেতারা— রবিবার এ দৃশ্য দেখা গেল রাজ্যের নানা প্রান্তে। পুরুলিয়ায় বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত শোভাযাত্রায় দেখা গেল জেলা তৃণমূল নেতাদের। সে মিছিলেই ছিলেন জেলা বিজেপির নেতারাও। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, পূর্ব বর্ধমানের গুসকরাতেও দেখা গিয়েছে এ ধরনের ছবি।

Advertisement

এ দিন পুরুলিয়া শহরে গোশালা হনুমান মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া ওই মিছিলে পা মেলাতে দেখা যায় জেলা তৃণমূলের শীর্ষ নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়, জয় বন্দ্যোপাধ্যায়-সহ দলের শহরের নেতাদের। তাঁদের কারও-কারও মাথায় গেরুয়া পাগড়িও ছিল। মিছিলে ছিলেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রঙ্গা, স্থানীয় বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়েরাও।

তৃণমূল নেতা সুজয়, জয়দের দাবি, ‘‘শোভাযাত্রার আয়োজকেরা কোনও রাজনৈতিক দল নয়। রামও কোনও দলের সম্পত্তি নন। সহনশীলতা ও সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতেই মিছিলে যোগ দিয়েছি।’’ বিজেপি বিধায়ক সুদীপের অবশ্য দাবি, ‘‘এই শোভাযাত্রায় সকলেই যোগ দিতে পারেন। তবে যাঁদের কাছে এত দিন এই শোভাযাত্রা ব্রাত্য ছিল, তাঁরা প্রায়শ্চিত্ত করেছেন।’’ বজরং দলের পুরুলিয়া নগর সংযোজক সত্যজিৎ চক্রবর্তীর প্রতিক্রিয়া, ‘‘গেরুয়া শিবির আয়োজিত কর্মসূচি হলেও, এই শোভাযাত্রায় দলমত নির্বিশেষে সকলে যোগ দিন, এটাই আমরা চাই। রাজনীতির রং সরিয়ে রেখে অনেকে এ বার এসেছেন।’’

Advertisement

এ দিন ভাটপাড়ায় আর্যসমাজ মোড় থেকে ভাটপাড়া মোড় পর্যন্ত শোভাযাত্রায় ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। সে মিছিলেই দেখা যায় স্থানীয় বেশ কয়েক জন তৃণমূল নেতা-কর্মীকে। পূর্ব বর্ধমানের গুসকরায় তৃণমূল নেতা মলয় চৌধুরীকে বিজেপি নেতাদের সঙ্গে মিছিলে দেখা গিয়েছে। মলয়ের দাবি, ‘‘ওটা কোনও দলের মিছিল ছিল না।’’ গুসকরার বিজেপি নেতা পতিতপাবন হালদার অবশ্য বলেন, ‘‘কাউকে তো মিছিল থেকে চলে যেতে বলতে পারি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement