ঝালাপালা হাসপাতাল

ন্যাশনাল মেডিক্যালের ক্ষেত্রে পাঁচিলের পাশেই মঞ্চ। সাউন্ড বক্স বাজিয়ে পথচলতি মানুষকে ডেকে রাখি পরিয়ে দেন তৃণমূলের নেতা-কর্মীরা। রাস্তার পাশেই অবশ্য লেখা ‘নো-হর্ন জোন’। ন্যাশনাল মেডিক্যালের এক রোগীর সঙ্গে থাকা যুবক বললেন, ‘‘হাসপাতালে মাইক বাজিয়ে উৎসব কুরুচিকর।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৭ ১২:২০
Share:

নিয়ম ভেঙে মাইক বাজিয়ে রাখি উৎসব পালন তৃণমূলের। প্রতীকী ছবি।

হাসপাতালের গেটের সামনেই মঞ্চ। গাছ আর বাতিস্তম্ভ থেকে গাঁক গাঁক করে বাজছে তিনটি চোঙা। রাখির শুভেচ্ছা জ্ঞাপন। আর মঞ্চের উপরে সাউন্ড বক্সে তারস্বরে চলছে গান। এ ভাবেই নিয়ম ভেঙে হাসপাতালের দরজায় মাইক বাজিয়ে রাখি উৎসব করলেন শাসকদলের নেতা-কর্মীরা। সোমবার রুবি হাসপাতালের সামনে। একই চিত্র কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রামরাজাতলার একটি নার্সিংহোমেও।

Advertisement

ন্যাশনাল মেডিক্যালের ক্ষেত্রে পাঁচিলের পাশেই মঞ্চ। সাউন্ড বক্স বাজিয়ে পথচলতি মানুষকে ডেকে রাখি পরিয়ে দেন তৃণমূলের নেতা-কর্মীরা। রাস্তার পাশেই অবশ্য লেখা ‘নো-হর্ন জোন’। ন্যাশনাল মেডিক্যালের এক রোগীর সঙ্গে থাকা যুবক বললেন, ‘‘হাসপাতালে মাইক বাজিয়ে উৎসব কুরুচিকর।’’

রুবির কাছে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রেসিডেন্ট মহীন্দ্র দত্ত। তিনি বলেন, ‘‘মাইকের মুখ রাস্তার দিকে রাখা হয়েছিল। রোগীদের অসুবিধা হতে পারে, এমন কিছুই করা হয়নি।’’ ন্যাশনাল মেডিক্যালের যে অংশে মঞ্চ বাঁধা হয়েছিল, তা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডে। কাউন্সিলর জলি বসু বলেন, ‘‘হাসপাতালের কাছে অনুষ্ঠান করা ঠিক হয়নি।’’ পুলিশের ভূমিকা কী ছিল? কর্তাদের উত্তর, ‘‘বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement